ফোন পরিষ্কার করার সেরা সফটওয়্যারসমূহ
আজকের দিনে প্রায় সবার হাতেই রয়েছে স্মার্টফোন। এরমধ্যে যারা অ্যান্ড্রয়েড ফোন (Android phone) ব্যবহার করেন, তাদের অনেকেরই একটা গতানুগতিক সমস্যার সম্মুখীন হতে হয়। আর তা হলো ফোন স্লো (Slow) হয়ে যাওয়া। এক্ষেত্রে দেখা যায়, ফোন কেনার পর প্রথম ছয় থেকে সাতমাস ফোনটি ভালোভাবে ব্যবহার করা যায়। কিন্তু এরপর ধীরে ধীরে ফোনটি স্লো হতে শুরু করে। ফোনের রেসপন্স রেট (Response rate) কমে যেতে থাকে। ফোনের স্টোরেজ ফুল (Storage Full) হয়ে যায়। এসব সমস্যা থেকে বাঁচতে অনেকেই বিভিন্নরকম ফোন পরিষ্কার করার সফটওয়্যার ব্যবহার করে থাকেন। চলুন, আজ আমরা কিছু ফোন পরিষ্কার করার সেরা সফটওয়্যার সম্পর্কে জানার চেষ্টা করি।
সূচিপত্রঃ
ফোন পরিষ্কার করার সফটওয়্যার কী?
ফোন পরিষ্কার করার সফটওয়্যার, ফোন ক্লিনার অ্যাপস বা মোবাইল ক্লিনার অ্যাপস নামেও পরিচিত। স্মার্টফোন এবং ট্যাবলেটের পারফরম্যান্স (Performance) অপ্টিমাইজ (Optimize) করতে যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলোই মোবাইল ক্লিনার অ্যাপস। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য আপনার ফোন ভালভাবে ব্যবহার করতে চান তবে এই অ্যাপগুলো ব্যবহার করা অত্যন্ত ফলপ্রসূ।
ফোন পরিষ্কার করার সফটওয়্যার কেনো ব্যবহার করা উচিৎ?
ফোন পরিষ্কারের সফটওয়্যার ব্যবহার করার বেশকিছু ভালো দিক রয়েছে। আর তাই, আপনি এসব সফটওয়্যার ব্যবহার করার কথা বিবেচনা করতে পারেন।
- মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার ব্যবহার করলে আপনি ফোনের মধ্যে থাকা অব্যবহৃত অ্যাপস (Unused Apps), অপ্রয়োজনীয় ক্যাশে ডাটা (Cache Data), অস্থায়ী ফাইলস (Temporary Files), অ্যাপ ডাটা (App Data), ডকুমেন্টস (Documents), ডুপ্লিকেট ফাইলস (Duplicate Files), জাংক ফাইলস (Junk Files) ইত্যাদি পরিষ্কার করে আপনার ফোনটিকে স্লো হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন।
- এসব সফটওয়্যার বা অ্যাপ ফোনের স্টোরেজ বাঁচাতে সাহায্য করে।
- এরমধ্যে কিছু সফটওয়্যারে ব্যাটারি অপ্টিমাইজেশন (Battery Optimization) ফিচার থাকে। যা ফোনের যেসব নির্দিষ্ট অ্যাপ ব্যাটারি চার্জ নষ্ট করে, সেসব বন্ধ করে চার্জ বাঁচাতে সাহায্য করে এবং মোবাইলের ব্যাটারি ভালো থাকে। যার ফলে ফোনে অনেকক্ষণ চার্জ থাকে।
- এ মোবাইল অ্যাপগুলো র্যাম ম্যানেজমেন্ট (RAM Management)-এর জন্য অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড (Background) কর্মকাণ্ড বন্ধ করে দেয়। এতে করে মোবাইল ফোনের মাল্টিটাস্কিং ক্ষমতা (Multitasking Ability) বৃদ্ধি পায়।
- অনেক ফোন পরিষ্কার করার সফটওয়্যারে গুরুত্বপূর্ণ তথ্যাদি, ডকুমেন্টস ইত্যাদির গোপনীয়তা রক্ষার জন্য নির্দিষ্ট সিস্টেম রয়েছে। যেখানে ব্যক্তিগত ছবি, ফাইল লক করে রাখা যায়।
ফোন পরিষ্কার করার সেরা সফটওয়্যারসমূহ
গুগল প্লে-স্টোর (Google Play Store)-এ এমন অনেক মোবাইল পরিষ্কার করার অ্যাপস আছে, যেগুলো ব্যবহার করে আপনি আপনার স্মার্টফোনটি পরিষ্কার করে ফেলতে পারেন। এক্ষেত্রে, ফোন পরিষ্কার করতে কোন অ্যাপসগুলো বেশি কার্যকরী হবে সেটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই, আপনার ফোন সুরক্ষিত রাখবে এবং সঠিকভাবে পরিষ্কার করবে এমন সেরা কিছু সফটওয়্যার বা মোবাইল অ্যাপস নিয়েই আজকের এই আলোচনা।
ফাইলস বাই গুগল (Files by Google)
ফাইলস বাই গুগল, Google-এর তৈরি একটি অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনের ফাইলগুলোকে আরো সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। এতে এমন অনেক ফিচারস (Features) রয়েছে যেগুলো ফোন ব্যবহার করাকে অনেক সহজ করে তোলে। ফাইলস বাই গুগল অ্যাপটি মোবাইল ফোন পরিষ্কার করতেও সাহায্য করে।
ফিচারস
- ফোনের জায়গা বাঁচাতে অব্যবহৃত ফাইলগুলো খুঁজে বের করে ডিলিট (Delete) করতে পারে।
- এই অ্যাপটির একটি অনন্য বৈশিষ্ট্য হলো, এর মাধ্যমে ব্লুটুথ (Bluetooth) বা ওয়াই-ফাই (WiFi) ব্যবহার করে আশেপাশের ডিভাইসগুলোর সাথে অফলাইনে ফাইল শেয়ার করা যায়। এতে করে ফাইল শেয়ারের জন্য অনলাইন থাকার দরকার পরেনা।
- যে অ্যাপগুলো খুব কম ব্যবহৃত হয় সেই অ্যাপগুলো আনইন্সটল (Uninstall) করতে হবে কিনা, তা সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই সফটওয়্যার। আর তাতে মোবাইল ফোনটি অপ্টিমাইজড থাকে।
- এই অ্যাপটি আপনার সমস্ত ছবি, ভিডিও এবং ডকুমেন্টস সাজিয়ে রাখতে সাহায্য করে। এতে সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে নিতে পারেন।
অ্যাপ সম্পর্কিত তথ্যঃ
- Play Store rating: 4.6
- Number of downloads: 1B+
- অ্যাপ লিংকঃ Play Store
সিসিক্লিনার (CCleaner)
সিসিক্লিনার, পিরিফরম (Piriform) নামক একটি কোম্পানির তৈরি অ্যাপ। ডিভাইসকে দ্রুত পরিষ্কার করার জন্য এই অ্যাপ বেশ সুপরিচিত। এই অ্যাপটি পূর্বে শুধুমাত্র কম্পিউটারের জন্য ব্যবহার হতো কিন্তু বর্তমানে এটি মোবাইল ফোনের জন্যও পাওয়া যায়। এই অ্যাপের বেশ কিছু উল্লেখযোগ্য ফিচারস রয়েছে।
ফিচারস
- অ্যাপটি জাংক ফাইলগুলো শনাক্ত করে, সেগুলো ডিলিট করতে পারে।
- এটি মোবাইল ফোনে জমে থাকা অপ্রয়োজনীয় ক্যাশে ডাটাগুলো ডিলিট করে দিতে পারে। ফলে ফোনে অনেক জায়গা ব্যবহার উপযোগী হয়ে ওঠে।
- এটি ফোনের অ্যাপ আনইনস্টল করার প্রক্রিয়াটিকে সহজ করে তোলে। ব্যবহারকারীরা এর সাহায্যে একাধিক অ্যাপ একসাথে আনইনস্টল করতে পারেন। এই সফটওয়্যার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করার সাথে সাথে অ্যাপস সংশ্লিষ্ট অবশিষ্ট ফাইলগুলোও ডিলিট করে।
- এই অ্যাপটির র্যাম ম্যানেজমেন্ট ক্ষমতা অসাধারণ। এটি অন্যান্য অ্যাপ-এর চলমান ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ করতে এবং মেমোরি ব্যবহার অপ্টিমাইজ করতে সাহায্য করে। এর ফলে ফোনের মাল্টিটাস্কিং ক্ষমতা অনেক বেড়ে যায়।
- এই সফটওয়্যারের মাধ্যমে ফোনের কোন অ্যাপগুলো ব্যাটারির চার্জ নষ্ট করছে তা শনাক্ত করা যায়। এটি যে অ্যাপগুলো বেশি চার্জ নষ্ট করছে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়। ফলে ফোনে অনেকক্ষণ চার্জ থাকে।
- এটি ফোনে যে অ্যাপগুলো প্রায়শই ব্যবহার হয় না সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখে। আর এতে ফোনে বাড়তি জায়গা তৈরি হয় এবং আমাদের ডিভাইস আরো ভালোভাবে কাজ করে।
অ্যাপ সম্পর্কিত তথ্যঃ
- Play Store rating: 4.5
- Number of downloads: 100M+
- অ্যাপ লিংকঃ Play Store
এসডি মিইড (SD Maid)
এসডি মিইড একটি শক্তিশালী মোবাইল পরিষ্কার করার অ্যাপ। এটি ডার্কেন (Darken) প্রতিষ্ঠানের তৈরি। এসডি মিইড ব্যবহার করে আপনি সঠিকভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি পরিষ্কার করতে পারেন। এতে এমন অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে যা আপনাকে এই অ্যাপটি ব্যবহারে উৎসাহী করে তুলবে।
ফিচারস
- এটি আপনার ডিভাইসে ইন্সটলড নয় এমন অ্যাপ থেকে পুরানো ফাইলগুলো খুঁজে বের করে তা ডিলিট করতে পারে।
- এই অ্যাপ ফোনে জমে থাকা ক্যাশে ফাইল, জাংক ফাইলগুলো ডিলিট করতে পারে।
- এই সফটওয়্যার ফোনের ডুপ্লিকেট ফাইলগুলো খুঁজে বের করে সেগুলো মুছে ফেলতে পারে। এতে ফোনে ফাঁকা স্পেস তৈরি হয়।
- এই অ্যাপটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এতে ফোন পরিষ্কার করার সময় নির্ধারণ করা যায়। এতে আপনি সময় ঠিক করে দিলে, অ্যাপ সেই নির্ধারিত সময়ে আপনার ফোনটি পরিষ্কার করে দেয়।
- ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে ফোনে থাকা ফাইল এবং তথ্য বেশ স্বচ্ছন্দে খুঁজে নিতে পারেন। কারণ এতে ফাইল সাজিয়ে রাখার বিশেষ ফিচারস রয়েছে।
অ্যাপ সম্পর্কিত তথ্যঃ
- Play Store rating: 4.4
- Number of downloads: 10M+
- অ্যাপ লিংকঃ Play Store
এভিজি (AVG)
এভিজি, এভিজি টেকনোলজি (AVG Technology)-এর তৈরি একটি অ্যাপ। মোবাইল অপ্টিমাইজেশন অ্যাপগুলোর মধ্যে এভিজি অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ। এর এমন অনেক ফিচারস রয়েছে যেগুলো ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের ফোনটি ভালোভাবে পরিষ্কার করতে পারে। নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে এভিজি’র বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।
ফিচারস
- এটি ফোনের জাংক ফাইলগুলো খুঁজে বের করে ডিলিট করতে পারে।
- এই সফটওয়্যার বেশ দক্ষভাবে র্যাম অপ্টিমাইজেশন করতে পারে।
- এটি ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করে সেগুলো আলাদা করে, ডিলিট করে ফেলতে পারে।
- এই অ্যাপ-এর একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ইমেজ অপ্টিমাইজেশন। এটি ফোনে থাকা অনেক বড় সাইজের ছবির মান অক্ষুণ্ণ রেখে সেগুলো কম্প্রেস (Compress) করতে পারে।
- অ্যাপটি ফোনে জমে থাকা অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো (Notification) সরিয়ে ফেলতে পারে এবং ফোনের নোটিফিকেশন প্যানেল (Panel) অনেক সুন্দর করে সাজিয়ে রাখে।
- এর ডিভাইস এনালাইসিস (Device Analysis) ফিচারস রয়েছে। যার মাধ্যমে ফোনের র্যাম, স্টোরেজ, সিপিইউ (CPU) পারফরম্যান্স-এর সব তথ্য একটি স্ক্রিন (Screen)-এ দেখা যায়। এতে ডিভাইসের কোন জায়গায় কী সমস্যা হচ্ছে এবং সমস্যার জন্যে কোন অ্যাপ দায়ী তা বুঝতে পারা যায়।
- এই সফটওয়্যার অব্যবহৃত ও অপ্রয়োজনীয় অ্যাপগুলো শনাক্ত করে সেই অ্যাপগুলো আনইন্সটল করে ও সেসব অ্যাপ-এর অন্যান্য ফাইলগুলোও ডিলিট করে দেয়। এতে ফোনে অনেক জায়গা বেঁচে যায়।
- এভিজি’র ব্যাটারি সেভার (Battery Saver) ফিচারস রয়েছে। এটি ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অহেতুক কার্যক্রমগুলো বন্ধ করে দেয়। এর ফলে ফোনের চার্জ দীর্ঘস্থায়ী হয়।
অ্যাপ সম্পর্কিত তথ্যঃ
- Play Store rating: 4.8
- Number of downloads: 100M+
- অ্যাপ লিংকঃ Play Store
নরটন ক্লিন (Norton Clean)
নরটন ক্লিন তৈরি করেছে নরটনলাইফলক (NortonLifeLock)। নরটনলাইফলক সাইবার সিকিউরিটির জন্য বিখ্যাত একটি কোম্পানি। মোবাইল ফোন অপ্টিমাইজেশন-এর জন্য তাদের তৈরি এ সফটওয়্যারটি ফোন পরিষ্কারের জন্য ব্যবহৃত সফটওয়্যারগুলোর মধ্যে বেশ পরিচিত।
ফিচারস
- নরটন ক্লিন ফোনের অপ্রয়োজনীয় অ্যাপের কার্যক্রম এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ করে দেয়। এর ফলে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয় না। ফোনের মাল্টিটাস্কিং ক্ষমতা বৃদ্ধি পায়।
- এই সফটওয়্যারের মাধ্যমে অনেকগুলো অ্যাপ একসাথে দ্রুত আনইনস্টল করা যায়। এছাড়াও এটি ফোনের ডিলিটেড অ্যাপগুলোর অবশিষ্ট ফাইলগুলোও ডিলিট করে দিতে পারে।
- এটি ব্যবহার করে ডুপ্লিকেট ছবি, ভিডিও, ফাইলস, ডকুমেন্ট শনাক্ত করা যায় এবং সেগুলো ডিলিট করে ফোনের স্টোরেজ বাঁচানো যায়।
- অ্যাপটির মাধ্যমে ওয়েব-ব্রাউজারের কুকিজ, ব্রাউজিং হিস্টরি ইত্যাদি অটোমেটিক্যালি ডিলিট করে দেয়া যায়।
- নরটন ক্লিন-এর একটি বিশেষ ফিচার হলো, ফোনে থাকা কোনো অ্যাপ ফোনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হলে এটি তা শনাক্ত করে এবং আনইন্সটল করতে সাহায্য করে।
- এটি ফোনে জমে থাকা জাংক ফাইল, ক্যাশে ফাইল ডিলিট করে দেয়।
অ্যাপ সম্পর্কিত তথ্যঃ
- Play Store rating: 4.6
- Number of downloads: 5M+
- অ্যাপ লিংকঃ Play Store
অ্যাভাস্ট ক্লিনআপ এন্ড বুস্ট (Avast Cleanup & Boost)
কম্পিউটারের সিকিউরিটি (Security)-এর জন্য অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস (Avast Antivirus) ব্যবহার করেনি এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। ডিজিটাল ডিভাইসগুলোর অপ্টিমাইজেশন এবং সিকিউরিটি নিশ্চিত করতে অ্যাভাস্ট অত্যন্ত বিশ্বস্ত একটি সফটওয়্যার কোম্পানি। অ্যাভাস্ট ক্লিনআপ এন্ড বুস্ট, সেই অ্যাভাস্ট কোম্পানিরই একটি জনপ্রিয় ফোন পরিষ্কার করার সফটওয়্যার।
ফিচারস
- এই অ্যাপটির জাংক ফাইলস শনাক্ত করা এবং তা ডিলিট করার ক্ষমতা রয়েছে।
- এটি ফোনে অনেকদিনের জমে থাকা ক্যাশে ফাইলগুলো খুঁজে বের করে, সেগুলো ডিলিট করতে পারে।
- এই অ্যাপ ফোনে থাকা ডুপ্লিকেট ফাইলগুলো খুঁজে বের করে ডিলিট করে এবং ফোনের স্টোরেজ বাঁচায়।
- এতে অনেকগুলো অ্যাপ একসাথে আনইন্সটল করার সুবিধা রয়েছে। অ্যাপ আনইন্সটল করার পাশাপাশি এটি সেসব অ্যাপ-এর অবশিষ্ট ফাইলগুলোও ডিলিট করে ফেলতে পারে।
- এর একটি বিশেষত্ব হলো, এর সিকিউরিটি ফিচারস। অ্যাপটিতে মোবাইল ফোনের সিকিউরিটির জন্য অনেকরকম ফিচারস রয়েছে।
- অ্যাভাস্ট-এর ব্যাটারি সেভার ফিচারস রয়েছে। এটি ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অবাঞ্চিত কার্যক্রমগুলো বন্ধ করে দেয়।
- এর মেমোরি অপ্টিমাইজেশন ফিচারস রয়েছে। যার মাধ্যমে ফোনের মাল্টিটাস্কিং ক্ষমতা বৃদ্ধি পায়।
- এছাড়াও এই অ্যাপ-এ সিপিইউ কুলার ও বুস্টার-এর মতো ফিচারসও রয়েছে।
অ্যাপ সম্পর্কিত তথ্যঃ
- Play Store rating: 4.5
- Number of downloads: 50M+
- অ্যাপ লিংকঃ Play Store
ক্লিন মাস্টার (Clean Master)
ক্লিন মাস্টার, চিতা মোবাইল (Cheetah Mobile)-এর তৈরি একটি জনপ্রিয় ফোন পরিষ্কার করার অ্যাপ। ডিভাইসের কর্মক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এই অ্যাপ ব্যাপকভাবে স্বীকৃত। ক্লিন মাস্টার সিস্টেম রক্ষণাবেক্ষণ (System Maintenance) করতেও বিশেষ ভূমিকা পালন করে।
ফিচারস
- এই অ্যাপটির মাধ্যমে ফোনে জমে থাকা জাংক ফাইলস ডিলিট করে ফোনের স্টোরেজ বাড়ানো যায়।
- এটি মোবাইল ফোন বুস্ট করার মাধ্যমে ফোনের পারফরম্যান্স রেট বাড়াতে পারে।
- এটি ব্যবহার করলে সঠিকভাবে ফোনের র্যাম ম্যানেজমেন্ট হয়। এতে ব্যাকগ্রাউন্ন্ডে চলতে থাকা অ্যাপগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে, ফোনের মাল্টিটাস্কিং ক্ষমতা বাড়ে।
- অ্যাপটির একটি বিশেষ ফিচার হলো, অ্যান্টিভাইরাস প্রোটেকশন। ফোনকে ভাইরাসের হাত থেকে বাঁচানোর জন্য অ্যাপটির নিজস্ব অ্যান্টিভাইরাস রয়েছে।
- ক্লিন মাস্টার ব্যবহার করে ফোনের বিভিন্ন অ্যাপ লক করা যায়। এতে ফোন ব্যবহারকারীর বিশেষ সিকিউরিটির বিষয়টি আরো শক্তিশালী হয়।
- এর অন্য আরেকটি বিশেষ ফিচার হলো, গেম বুস্টার। ফোনে গেমস খেলার সময় গেমস-এর পারফরম্যান্স আরো উন্নত করতে সাহায্য করে গেম বুস্টার।
- ফোনের সিপিইউ-এর উপর অত্যধিক প্রেসার পড়লে অনেকসময় ফোন গরম হয়ে যায়। তখন এই অ্যাপটির মাধ্যমে সিপিইউ কুলার ফিচার ব্যবহার করে যেই অ্যাপগুলোর জন্য ফোনের সিপিইউ গরম হচ্ছে, সেই অ্যাপগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া যায়।
অ্যাপ সম্পর্কিত তথ্যঃ
- Play Store rating: 4.4
- Number of downloads: 50M+
- অ্যাপ লিংকঃ Play Store
শেষকথা
বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেনা এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মানুষের নিত্যদিনের নানা কাজের সঙ্গী এই স্মার্টফোনটি সুরক্ষিত রেখে সঠিকভাবে, নিশ্চিন্তে ব্যবহার করতে ফোন পরিষ্কার করার অ্যাপ ব্যবহার করাই একটি স্মার্ট পদক্ষেপ। কারণ, এই অ্যাপগুলো নিয়মিত ব্যবহার করলেই আমাদের ফোনগুলো দীর্ঘসময় ধরে ভালো পারফরম্যান্স দেবে এমন নিশ্চয়তা পাওয়া যায়। এই লেখায় আলোচিত ফোন পরিষ্কার করার সফটওয়্যারগুলোর মধ্যে আপনার সুবিধামতো যেকোনো একটি বেছে নিয়ে, আপনি সেটি ব্যবহার করতে পারেন। আশা করা যায়, এতে আপনি আপনার ফোনটি আরও স্মুথভাবে দীর্ঘসময় ব্যবহার করতে পারবেন।
অনবরত জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১। ফোন পরিষ্কার করার সফটওয়্যারগুলো ব্যবহার করা কী নিরাপদ?
উত্তর: বেশিরভাগ ফোন পরিষ্কার করার সফটওয়্যার ব্যবহার নিরাপদ। তবে নির্দিষ্ট সফটওয়্যার ডাউনলোডের পূর্বে ঐ সফটওয়্যারের ইউজার রিভিউ পড়ে নেয়া জরুরী। বিশ্বস্ত কোম্পানির তৈরি সফটওয়্যারগুলো অনেকটাই নিরাপদ। যদি কোনো অ্যাপ অবাস্তব প্রতিশ্রুতি দেয় বা অপ্রয়োজনীয় অনুমতি চায়, তবে এসব অ্যাপ ডাউনলোড থেকে বিরত থাকা উচিত।
২। ফোন পরিষ্কার করার অ্যাপগুলো কী সত্যিই ফোনের কার্যক্ষমতা উন্নত করতে পারে?
উত্তর: হ্যাঁ, ফোন পরিষ্কার করার অ্যাপগুলো সত্যিই আপনার ফোনের কার্যক্ষমতা উন্নত করতে পারে। জাঙ্ক ফাইলগুলো ডিলিট করে ফোন অপ্টিমাইজ করতে সাহায্য করে। যা ফোনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।
৩। ফোন পরিষ্কার করার অ্যাপগুলো কী ফ্রী-তে ব্যবহার করা যায়?
উত্তর: হ্যাঁ, বেশিরভাগ ফোন পরিষ্কারের অ্যাপ ফ্রীতেই ব্যবহার করা যায়। এসব অ্যাপ গুগল প্লে-স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে, আপনি আপনার ফোনে ব্যবহার করতে পারেন। তবে অ্যাপগুলোর কিছু প্রিমিয়াম ভার্সন রয়েছে। এসব ভার্সন ব্যবহার করলে কিছু বিশেষ সুবিধা পাওয়া যায়। আর তা ব্যবহার করতে নির্দিষ্ট অর্থ প্রদান করতে হয়।
৪। ফোন কোম্পানিগুলোর কী এমন কোনো ফোন পরিষ্কার করার অ্যাপ রয়েছে?
উত্তরঃ কিছু মোবাইল ফোন কোম্পানি তাদের ডিভাইসগুলোকে আরও ভালোভাবে অপ্টিমাইজ করতে কিছু নিজস্ব অ্যাপ তৈরি করে। উদাহরণস্বরূপ, স্যামসাং-এর “ডিভাইস কেয়ার” (Device Care) নামে এবং শাওমি’র “এমআইইউআই ক্লিনার” (MIUI Cleaner) নামে আলাদা অ্যাপ রয়েছে। এই অ্যাপগুলো তাদের ডিভাইসের জন্যই বিশেষভাবে তৈরি।
৫। ফোন পরিষ্কার করার অ্যাপ কী শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য, না কী আমি আইফোনেও ব্যবহার করতে পারি?
উত্তর: ফোন পরিষ্কার করার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং iOS উভয় ডিভাইসের জন্যই পাওয়া যায়। তবে, iOS-এর নিরাপত্তা বিধিনিষেধের কারণে, iPhone এর ক্ষেত্রে এই ফোন পরিষ্কার করার অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় অনেক কম।