হোয়াটসঅ্যাপ ডাউনলোড ও ইন্সটল দিন যেকোন মোবাইল বা কম্পিউটারে
বর্তমানে মেসেজিং অ্যাপ এর মধ্যে হোয়াটসঅ্যাপ বহুল পরিচিত এবং জনপ্রিয় একটি অ্যাপ। ফেসবুক, ইন্সটাগ্রাম এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ গণযোগাযোগ মাধ্যম হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছে। অত্যন্ত সহজেই এই অ্যাপটি ব্যাবহার করে যোগাযোগ করা যায় প্রিয়জন বা বন্ধুবান্ধবের সাথে। এটি ব্যাবহারের জন্য কোন রকম টাকা খরচ করতে হয়না। তবে যারা নতুন তাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কিভাবে হোয়াটসঅ্যাপ ইন্সটল করা যায়।
আজকে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন মোবাইল, কম্পিউটার, আইফোনে বা আইপ্যাডে।
সূচিপত্রঃ
কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন অ্যানড্রয়েড মোবাইলে?
হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে চাইলে আপনাকে নিম্নে বর্ণিত ধাপ গুলো অনুসরণ করতে হবেঃ
ধাপ ১ঃ
আপনার অ্যানড্রয়েড মোবাইল থেকে প্রথমে প্লে স্টোরে যান এবং সার্চ করুন “Whatsapp” লিখে।
ধাপ ২ঃ
এরপর প্রথমে আসা “হোয়াটসঅ্যাপ অ্যাপস(Whatsapp Apps)” টি তে ক্লিক করুন।
ধাপ ০৩ঃ
এবার হোয়াটসঅ্যাপ সফটওয়্যার টি ওপেন হলে “Install” এ ক্লিক করুন।
ধাপ ০৪ঃ
এবার “Accept” এ ক্লিক করুন।
ধাপ ০৫ঃ
এবার শুরু হয়ে গেলো ইন্সটল।
ধাপ ০৬ঃ
এবার ইন্সটল হয়ে গেলে “Open” এ ক্লিক করুন এবং ব্যাবহার করুন অ্যানড্রয়েড মোবাইল।
আর এসব ধাপ গুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার অ্যানড্রয়েড মোবাইলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন।
কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন আইফোনে বা আইপ্যাডে?
আইফোনে বা আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে চাইলে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ
ধাপ ১ঃ
প্রথমে আপনার আইফোনে বা আইপ্যাডে “App Store” ওপেন করুন।
ধাপ ২ঃ
তারপর সার্চ বাটনে ক্লিক করুন।
ধাপ ০৩ঃ
এবার এখানে “Whatsapp” লিখে সার্চ করুন।
ধাপ ০৪ঃ
এবার এখানে “Install” এ ক্লিক করুন।
ধাপ ০৫ঃ
এবার ইন্সটল হয়ে গেলে “Open” এ ক্লিক করে ব্যাবহার করুন আপনার আইফোনে বা আইপ্যাডে।
আর উপরের ধাপ গুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার আইফোনে বা আইপ্যাডে ডাউনলোড করে নিতে পারবেন।
কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারে?
ল্যাপটপ বা কম্পিউটারে ডাউনলোড এবং ইন্সটলের জন্য নিচের দেয়া ধাপ গুলো অনুসরণ করুনঃ
ধাপ ১ঃ
প্রথমে হোয়াটসঅ্যাপ এর অফিশিয়াল ওয়েবসাইটে যান এবং আপনার ডিভাইস অনুযায়ী ডাউনলোড করে নিন।
ধাপ ২ঃ
এবার আপনার কম্পিউটারের যেই স্থানে ফাইলটি রাখতে চান সেটি নির্বাচন করুন এবং সেভ করুন।
ধাপ ০৩ঃ
এরপরে ফাইলটি রান করে ওপেন করার পর আপনি এই পেইজটি পাবেন।
ধাপ ০৪ঃ
এরপরে আপনার মোবাইলে লগিন করা হোয়াটসঅ্যাপ এর “Whats App Web” এ ক্লিক করে QR কোডটি স্ক্যান করে নিন।
এরপরে কিছুক্ষণ অপেক্ষা করুন।
ধাপ ০৫ঃ
এবার আপনি ব্যাবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ আপনার কম্পিউটারে।
শেষ কথা
উপরিউক্ত পদ্ধতি বা ধাপ গুলো আপনি অত্যন্ত সহজেই হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন মোবাইল, কম্পিউটার, আইফোনে বা আইপ্যাডে। এছাড়াও আপনি দেখে নিতে পারেন আমাদের অন্যান্য অ্যাপ ডাউনলোড পদ্ধতি গুলো। যা আপনার দৈনন্দিন জন্য জীবনের জন্য হতে পারে অত্যন্ত উপকারি।