গ্রাফিক্স ডিজাইনফ্রিল্যান্সিং

সহজে গ্রাফিক্স ডিজাইন শেখার উপায় 

আধুনিক প্রযুক্তি নির্ভর বর্তমান পৃথিবীতে গ্রাফিক্স ডিজাইনের উল্লেখযোগ্য ব্যবহার প্রতিটি ডিজিটাল ক্ষেত্রেই বিদ্যমান। তাই একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনারের চাহিদাও সেই অনুপাতে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে চলেছে। কিন্তু চাহিদার তুলনায় মানসম্মত দক্ষ ডিজাইনারের সংখ্যা তুলনামূলক কম। কারণ গ্রাফিক্স ডিজাইন নামক শিল্প কে সবাই উপযুক্ত সম্মান করে এই শিল্পে দক্ষতা অর্জন করতে প্রয়োজন প্রতিনিয়ত শেখার মানসিকতা। যেকোনো দক্ষতার মতো গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হওয়ার পূর্বে গ্রাফিক্স ডিজাইনের প্রতিটি স্তর সম্পর্কে ধারণার পাশাপাশি শিখার মাধ্যমে আয়ত্তে আনতে হয় সেই স্তর থেকে উপকৃত হওয়ার প্রক্রিয়া সমূহ। সুতরাং গ্রাফিক্স ডিজাইন শেখার উপায় নিয়ে বিস্তারিত জানবো এই আর্টিকেল থেকে।

গ্রাফিক্স ডিজাইনের মূলনীতি

গ্রাফিক্স ডিজাইন শেখার পূর্বে একজন গ্রাফিক্স ডিজাইনার কে অবশ্যই মৌলিক ৮ টি নীতি মেনে চলতে হয়। সেগুলো হচ্ছে,

  • Space বা স্পেস
  • Colour বা কালার
  • Balance বা ব্যলান্স
  • Contrast বা কন্ট্রাস্ট
  • Proximity বা প্রক্সিমিটি
  • Hierarchy বা হায়ারার্কি
  • Repetition বা রিপিটিশন
  • Alignment বা অ্যালাইনমেন্ট

অনলাইনে গ্রাফিক্স ডিজাইন শেখার উপায় 

গ্রাফিক্স ডিজাইনিং শেখার জন্য অনলাইন ও অফলাইন দুইটি মাধ্যম থাকলেও যত দিন যাচ্ছে, মানুষ অনলাইন মাধ্যমের দিকে ততই ঝুকছে। কারণ আর কিছুই নয়, ঘরে বসেই ভিডিও অডিও সম্বলিত নানা ধরনের কোর্সের সাহায্যে কার্যকরী ভাবে শেখা যাচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং। এক্ষেত্রে প্রথমেই গ্রাফিক্স ডিজাইন শেখার কয়েকটি জনপ্রিয় অনলাইন মাধ্যমের কথা উল্লেখ করা হলো। 

YouTube

You Tube বা ইউটিউব শুধু গ্রাফিক্স ডিজাইনই না, যেকোনো দক্ষতা অর্জনের জন্য প্রথম ও প্রধান পছন্দ এখন সবার। বিনামূল্যে গ্রাফিক্স ডিজাইন সহ যেকোনো কিছু শেখার জন্য ইউটিউবের কোনো জুড়ি নেই। “গ্রাফিক্স ডিজাইন কোর্স / Graphics Design Course” লিখে সার্চ দিলে অসংখ্য ভিডিও ও কোর্স পাওয়া যাবে। 

Cartoon People, Learn to Draw, Colour Theory for Design, Graphics Design Bangla Tutorial by Maxpoint Hridoy, PHLearn, Yes I’m Designer, Every Tuesday, Swerve Design, Graphic School graphic design course, Graphics Design Learn with Sohan ইত্যাদি নামের কয়েকটি প্রসিদ্ধ ইউটিউব চ্যানেল আছে। এগুলো ব্যাতীত আরও অসংখ্য চ্যানেল ও ভিডিও আছে।

Udemy

অনলাইন কোর্সের জন্য Udemy হলো খুবই বিখ্যাত একটা মাধ্যম। গ্রাফিক্স ডিজাইনের জন্য অনেক গুলো অনলাইন কোর্স আছে Udemy এর। তবে এইসব কোর্স গুলোর জন্য কিছু অর্থ তাদের দিতে হয়। তবে কিছু ফ্রি কোর্স ও তাদের রয়েছে, যেখান থেকে গ্রাফিক্স ডিজাইনের বেসিক সম্বন্ধে শেখা যাবে। কিন্তু এডভান্স লেভেলে যেতে অবশ্যই পেইড কোর্স কিনতে হবে।

Skillshare.com

Skillshare.com আরেকটি বিখ্যাত অনলাইন মাধ্যম ; যেখানে কোর্স করে শেখা যাবে গ্রাফিক্স ডিজাইন। তবে এক্ষেত্রেও কোর্স কিনতে হবে অর্থের বিনিময়ে এবং Skillshare.com এ মেম্বারশিপ সিস্টেম আছে। যেখানে একবার নির্দিষ্ট সময়ের জন্য মেম্বার হলে তাদের সব কোর্স করতে পারবে নিজের ইচ্ছা মতো।

LinkedIn

LinkedIn বরাবরই প্রফেশনালি কোনো কিছু শেখার জন্য দারুণ একটা প্ল্যাটফর্ম। এখানে কিছু কোর্স আছে যেগুলো বিনামূল্যে করা যায়, কিন্তু নির্দিষ্ট সময়ের পর অবশ্যই অর্থ প্রদান করতে হবে। লিংকডইন থেকে শেখার পর সার্টিফিকেট ও প্রদান করা হয়ে থাকে।

Alison.com 

ফ্রি তে অনলাইন গ্রাফিক্স ডিজাইন কোর্স করতে Alison.com একটি উপযুক্ত প্ল্যাটফর্ম। এখানে কোর্স শেষ করার পর একটা সার্টিফিকেট প্রদান করে হবে। তবে সেজন্য অবশ্যই তাদের স্কেল অনুযায়ী একটা নির্দিষ্ট নাম্বার পেতে হবে। এই সার্টিফিকেট ভবিষ্যতে কাজ করতে সাহায্য করতে পারে।

তবে অনলাইন এসব কোর্সের একটি অসুবিধা হচ্ছে, তাৎক্ষণিক কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন জানতে ইচ্ছুক হলে সেই প্রশ্ন করা যায় না। ফলে অপেক্ষা করতে হয়, তাৎক্ষণিক উত্তর পাওয়া যায় না। কিন্তু কিছু কোর্স এখন সরাসরি প্রশ্নোত্তর দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে। 

ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্স 

উপরে গ্রাফিক্স ডিজাইন শেখার কিছু মাধ্যমের কথা উল্লেখ করা হয়েছে। আর এ অংশে উল্লেখ করা হলো কিছু ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সের কথা। গ্রাফিক্স ডিজাইনের বেশিরভাগ কোর্সই ক্রয় করা লাগতে পারে। তবে নিম্নোক্ত ফ্রি কোর্স গুলোও আপনাকে বিনামূল্যে সাহায্য করবে অনেক। 

  • Introduction to Graphic Design History 
  • Graphics Design Basic: Core Principal for Visual Design
  • Live Graphie Design Course 
  • Design Principles
  • Creating Brand System 
  • Logo Design Fundamental 
  • Canva Graphic School
  • CalArts Graphic Design Specialization

অফলাইনে গ্রাফিক্স ডিজাইন শেখার উপায় 

সময়ের সাথে অনলাইনের জনপ্রিয়তা বাড়লেও অফলাইনের গ্রাফিক্স ডিজাইন শেখার আবেদনও পুরোপুরি হারিয়ে যায় নি। কারণ অনলাইন কোর্সে কোনো সমস্যার মুখোমুখি হলে অনেক সময়ই তা তাৎক্ষণিক ভাবে সমাধান করা যায় না। এদিক থেকে অফলাইন মাধ্যম গুলো এগিয়ে আছে। কারণ সরাসরি ক্লাসের ক্ষেত্রে প্রশিক্ষক খুব সহজেই শিক্ষার্থীকে সাহায্য করতে পারেন। তবে অফলাইনের ভেতরের আবার দুইটি ভাগ রয়েছে। 

প্রশিক্ষণ কেন্দ্রে   

প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি কোর্স করে গ্রাফিক্স ডিজাইন শেখা যায়। দেশের শীর্ষস্থানীয় কিছু আইটি কোম্পানি আছে, যারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে অফলাইনে সরাসরি কোর্স করায়, আবার সরকারি দেশের বিভিন্ন প্রান্তে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রেও এখন প্রশিক্ষণ দেওয়া হয়। যেখানে প্রান্তিক পর্যায়ের মানুষ ও প্রশিক্ষণ নিতে পারে আবার সরাসরি যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানও পাওয়া যায় কোর্স সম্পর্কিত। 

লাইভ অনলাইন ক্লাসে গ্রাফিক্স ডিজাইন 

উপরে উল্লিখিত অনলাইন মাধ্যমের সাথে এসব অনলাইন ক্লাসের একটি মৌলিক পার্থক্য আছে। সেটি হলো এসব ক্লাস অনলাইনে হলেও এগুলো মূলত দেশীয় কোম্পানির তৈরি। এবং অনেক ক্ষেত্রেই অনেক কোম্পানি অনলাইনের পাশাপাশি অফলাইন সেবাও দিয়ে থাকে। এক্ষেত্রে ঘরে বসেই অনলাইনে সরাসরি ক্লাস করা যায় Zoom বা Google meet এর মাধ্যমে। Warrior BD, UY Lab, Creative IT BITM, CodersTrust, ITSORS, Soft Tech IT, Advance IT ইত্যাদি দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য। 

বইয়ের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শেখা

শুনতে অবাক লাগলেও গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ও নির্দিষ্ট কিছু সারাবিশ্বে জনপ্রিয় বাংলা ও ইংরেজি ভাষার ভাষায় লেখা৷ ইংরেজি ও বাংলা ভাষা যথাইসেই বই গুলো হচ্ছে, 

ইংরেজি ভাষায় গ্রাফিক্স ডিজাইন শেখার বই

  • Design Brand Identity by Alina Wheeler.
  • Grid System in Graphics Design by Josef Muller Brockman
  • Interaction of Color by Josef Alberts
  • The Elements of Typographic Style by Robert Bringhurst
  • Steal Like an Artist by Austin Kleon

বাংলা ভাষায় গ্রাফিক্স ডিজাইন শেখার বই

  • এডোবে ইলাস্ট্রেটর। লেখক : খালেকুজ্জামান এলজী
  • মাস্টারিং গ্রাফিক্স ডিজাইন। লেখক : কামাল হোসেন।
  • মাস্টারিং গ্রাফিক্স ডিজাইন অ্যাডোবি ফটোশপ । লেখক : কামাল হোসেন
  • অ্যাডোবি ফ্ল্যাশ। লেখক : বাপ্পী আশরাফ 
  • মাল্টিমিডিয়া। লেখক : আব্দুল্লাহ আল মামুন

নির্দিষ্ট ডিজাইন প্রোগ্রাম সমূহ শেখা 

গ্রাফিক্স ডিজাইন শেখার পদ্ধতির মধ্যে নির্দিষ্ট ডিজাইন প্রোগ্রাম নির্বাচন করে সেই বিষয়ে দক্ষ আলাদা করে সম্পুর্ণ দক্ষ হওয়া জরুরি। একজন গ্রাফিক্স ডিজাইনের গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে তাকে কিছু সফটওয়্যার ব্যবহারে দক্ষ হতে হবে অবশ্যই। সেই সফটওয়্যার গুলো হলো,

  • Adobe Photoshop (অ্যাডবি ফটোশপ) 
  • Adobe Illustrator (অ্যাডবি ইলুস্ট্রেটর) 
  • Adobe Indesign (অ্যাডবি ইনডিজাইন) 
  • Adobe Pagemaker (অ্যাডবি পেজমেকার) 
  • GIMP (জিআইএপি) 
  • Inkspace (ইঙ্কস্পেস) 
  • CorelDraw (কোর ড্র) 
  • QuarkXpress (কোয়ার্ক এক্সপ্রেস) 
  • 3D Design (থ্রিডি ডিজাইন) 
  • Stencil (স্টেনসিল) 
  • Sketch (স্কেচ) 
  • Adobe UI (অ্যাডবি ইউআই) 
  • Adobe XD (অ্যাডবি এক্সডি) 

তাছাড়া মোবাইলে গ্রাফিক্স ডিজাইন করতে আরও কিছু নির্দিষ্ট সফটওয়্যার রয়েছে। সেগুলো হচ্ছে,

  • Picslab (পিকসল্যাব)
  • Picsart (পিকসআর্ট 
  • Photoshop Express (ফটোশপ এক্সপ্রেস) 
  • Canva (ক্যানভা) 

উপরিউক্ত উল্লেখিত সফটওয়্যার গুলোর মধ্যে Adobe Photoshop, Adobe Illustrator, Adobe Indesign,Adobe XD, Sketch, CorelDraw থেকে যথাক্রমে কালার গ্রেডিং, এডিটিং, লোগো ডিজাইন, আইকন, ডকুমেন্টেশন, প্যারাগ্রাফ, ম্যানিপুলেশন, রিটাচ করা ও বেসিক ফ্যাক্টর গুলো নিয়ে কাজ করা যায়। একজন ডিজাইনারের জন্য উল্লেখিত এই সফটওয়্যার গুলোর বিকল্প নেই।

গ্রাফিক্স ডিজাইন শেখার ধাপ সমূহ 

গ্রাফিক্স ডিজাইন শেখার পর্যায়ক্রমিক কিছু ধাপ আছে। যেগুলো সফলভাবে অতিক্রম করতে পারলে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে পারে। 

সূচনা

গ্রাফিক্স ডিজাইনের মতো প্রতিটি দক্ষতা অর্জনের  সূচনা করতে হয় ইচ্ছাশক্তি ও ধৈর্য নিয়ে। অন্যথায় সফল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং এই ইচ্ছাশক্তি ও ধৈর্য নিয়ে গ্রাফিক্স ডিজাইনের প্রথম ও প্রধান দুটি সফটওয়্যার Adobe Photoshop ও Adobe Illustrator শেখা শুরু করতে হবে। যদি Adobe Photoshop ও Adobe Illustrator অর্থের বিনিময়ে কেনার সক্ষমতা না থাকে, তাহলে ইন্টারনেট খুঁজে ডাউনলোড করতে পারবেন যেগুলো দিয়ে কাজ চালানো যাবে

ডিজাইন সম্পর্কে শেখা 

লাইন, শেইপ, টাইপোগ্রাফি, স্পেস, কালার টেক্সচার অঙ্কন করতে হবে এই পর্যায়ে। এগুলো কে ডিজাইনের বেসিক থিওরি বলে অভিহিত করা হয়। এগুলো শিখে সবকিছুর সমন্বয়ে ডিজাইন করা শুরু করতে হবে। এক্ষেত্রে অনেকে শিখেই মনে করে গ্রাফিক্স ডিজাইন করতে পারবে কিন্ত সবগুলোর ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ে এবং তখনই হতাশ হয় ও সরে যেতে থাকে ডিজাইন থাকে। তাই হতাশ না হয়ে ডিজাইন করার চেষ্টা করতে হবে।

অনুশীলন করা 

গ্রাফিক্স ডিজাইন সহ যেকোনো বিষয়ে Practice makes a man perfect কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোনো স্কিল তাৎক্ষণিক শিখে সেই স্কিল প্র‍্যাকটিস না করলে সেই শেখা অনেকাংশে ভালো কিছু আউটপুট দিবে না। নিয়মিত ডিজাইন করতে পারার দক্ষতার জন্য যেটা শেখা হচ্ছে, সেটা নিয়মিত অনুশীলন করা জরুরি। অন্যথায়, অনেক গুলো প্রোগ্রামের স্কিল একটা আরেকটার সাথে মিশে গিয়ে শেষ অবধি ফলাফল হবে শূন্য। 

ক্যারিয়ার নির্ধারণ

গ্রাফিক্স ডিজাইন শেখার পূর্বে একজন ডিজাইনারের জানা উচিত সে গ্রাফিক্স ডিজাইনের ঠিক কোন অংশ কে প্রধানত লক্ষ্য হিসেবে নির্ধারণ করবে এবং সেই লক্ষ্যে পৌছাতে গেলে কোন সফটওয়ারের স্কিল গুলো সবচেয়ে জরুরি। গ্রাফিক্স ডিজাইনের ক্যারিয়ার অনেক সমৃদ্ধ। তন্মধ্যে, 

  • ব্র‍্যান্ডিং ডিজাইন।
  • বিজ্ঞাপন ডিজাইন অর্থ্যাৎ যখন বিলবোর্ড, পোস্টার সহ ডিজিটাল বিজ্ঞাপন গুলো তৈরি হয়।
  • ডিজিটাল ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন। 
  • প্রোডাক্ট ডিজাইন। 
  • পাবলিকেশন্স ডিজাইন। অর্থাৎ যেখানে বই,ম্যাগাজিন ইত্যাদি ডিজাইন করা হয়।
  • টাইপিং ডিজাইন। অর্থাৎ এক্ষেত্রে টাইপোগ্রাফি নিয়ে কাজ করা হয়।
  • ফ্রিল্যান্সিং

উপরে উল্লেখিত এই প্রতিটি ধাপ থেকে একজন ডিজাইনার যেকোনো একটা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই দক্ষ হতে পারে। 

কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন

গ্রাফিক্স ডিজাইন ফিল্ডে সফল হতে গেল অন্যান্য গ্রাফিক্স ডিজাইনারের সাথে ইতিবাচক যোগাযোগ থাকতে হবে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গ্রুপ আছে, যেখানে ডিজাইনাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে আরও নিত্যনতুন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন সেক্টরের খোঁজ খবর জানা প্রয়োজন ; যা একজন ডিজাইনার কে উপলব্ধি করাবে কিভাবে, কোন স্কিল, কতটা গুরুত্বপূর্ণ হবে ভবিষ্যতের জন্য। 

কাজের অনুসন্ধান

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, সোশ্যাল মিডিয়া, প্রাইভেট প্রতিষ্ঠানে নিজের পোর্টফোলিও সহ কাজের অনুসন্ধান করতে হবে। প্রথমে না পাওয়া গেলেও এ হাল না ছেড়ে খোঁজ চালিয়ে যেতে হবে। পাশাপাশি নিজের দক্ষতা আরও বৃদ্ধি করে নিজেকে সমুন্নত করতে হবে। এক্ষেত্রে কমিউনিকেশন অনেক গুরুত্বপূর্ণ ; যা আগেই উল্লেখ করা হয়েছে। 

গ্রাফিক্স ডিজাইনের কাজ সমূহ

গ্রাফিক্স ডিজাইন শেখার পূর্বে ডিজাইনার কে অবশ্যই ধারণা রাখতে হবে সে কোন কোন কাজ সমূহ ভবিষ্যতে করতে যাচ্ছে। ক্ষেত্র বিশেষ একজন ডিজাইনার কে নিম্নের কাজ সমূহ করতে হয়,

  • প্রোডাক্টের সিল ও হলোগ্রাম ডিজাইন।
  • লোগো ডিজাইন। 
  • ছবি এডিট করা। 
  • ছবির নকশা আঁকা।
  • পিএসভি তৈরি করা।
  • আবার পিএসভি ইমেজ কে ভেক্টর বা নকশায় পরিবর্তিত করা।
  • বিজনেস, বিয়ে সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানের কার্ড তৈরি ।
  • ব্যানার,পোস্টার, ফেস্টুন ইত্যাদি ডিজাইন করা। 
  • স্টিকারের ডিজাইন করা।
  • ফ্যাশন ডিজাইন। 
  • প্রিন্ট ডিজাইন।
  • আর্কিটেকচার ও বিল্ডিং ডিজাইন।

শেষকথা

গ্রাফিক্স ডিজাইন শেখার উপায় সমূহ সম্বন্ধে বিস্তারিত ধারণা লাভ করার পর গ্রাফিক্স ডিজাইন সম্বন্ধে ধারণা আশাকরি অনেকটাই পরিষ্কার হয়েছে। প্রযুক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে চাওয়া এই ডিজিটাল পৃথিবীতে গ্রাফিক্স ডিজাইনে দক্ষ গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা অনেক বৃদ্ধি পাবে। সেজন্য উপরিউক্ত পদ্ধতি অনুসরণ করে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হয়ে, ব্যক্তিগত উন্নতি সাধন করে বেকারত্ব দূরীকরণের মাধ্যমে দেশের অর্থনীতি তে অবদান রেখে দেশ ও জাতির কল্যান করায় গ্রাফিক্স ডিজাইনারের উদ্দেশ্য হওয়া উচিত।

রিলেটেড আর্টিকেল গুলো

Back to top button