কম্পিউটারকম্পিউটিংটিপসটেকনোলজি

জেনে নিন প্রয়োজনীয় কিছু কি-বোর্ড শর্টকাট

একবিংশ শতাব্দীতে এসে আরো বহু পরিবর্তনের সাথে সাথে আমরা পদার্পণ করেছি ডিজিটাল যুগে। এখন আমাদের অফিস-আদালত, বিভিন্ন কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যংকিং, চিকিৎসা, কিংবা শিক্ষাব্যবস্থা, সর্বত্রই বিভিন্ন কাজের জন্য কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করা হয়। এমনকি ফ্রি-ল্যান্সিং (Freelancing) করতে বা পড়াশোনার কাজ, এরকম আরো অনেকধরনের কাজের জন্যও এখন অনেকের ঘরেই কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে। কম্পিউটার বা ল্যাপটপে বিভিন্ন কাজ সম্পাদন করতে গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস (Input Device) কি-বোর্ড। কম্পিউটার সহজে ব্যবহার করার জন্য রয়েছে কি-বোর্ড শর্টকাট।  আজকে এই লেখায় কিছু গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত কি-বোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করা হবে।

কম্পিউটারের অফিস প্রোগ্রাম (Office Program)-এর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড (MS Word), মাইক্রোসফট এক্সেল (MS Excel) সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এসব সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে উপযোগী বেসিক (Basic) কি-বোর্ডের শর্টকাটগুলো প্রায় একই। এগুলো ছাড়াও অন্যান্য সফটওয়্যার-এ ব্যবহার উপযোগী বিভিন্ন কি-বোর্ড শর্টকাট নিচে তুলে ধরা হলো।

মাইক্রোসফট ওয়ার্ড কি-বোর্ড শর্টকাট (Microsoft Word Keyboard Shortcuts)

কম্পিউটারে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি ওয়ার্ড এডিটর সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word)। ব্যক্তিগত বা অফিশিয়াল নানা কাজে এর বিবিধ ব্যবহার রয়েছে। তাই প্রয়োজনীয় কাজগুলো দ্রুত করতে জেনে নিন এম এস ওয়ার্ডে ব্যবহৃত কি-বোর্ড শর্টকাটগুলো:

ক্রমিক নং এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট কিবোর্ড শর্টকাট এর কাজ 
Ctrl + Aফাইলে থাকা সবকিছু একসাথে সিলেক্ট করতে ব্যবহৃত হয়। (Select all)
Ctrl + Bসিলেক্ট করা টেক্সটকে বোল্ড করতে ব্যবহৃত হয়। (Bold)
Ctrl + Cসিলেক্ট করা সবকিছু কপি করতে ব্যবহৃত হয়। (Copy)
Ctrl + Dফন্ট পরিবর্তন করতে ডায়ালগ বক্স দেখাতে ব্যবহৃত হয়। (Open font preferences panel)
Ctrl + Eসিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝখানে নিতে ব্যবহৃত হয়। (Center alignment)
Ctrl + Fকোনো শব্দ খুঁজতে ব্যবহৃত হয়। (Find)
Ctrl + Gনির্দিষ্ট কোনো পৃষ্ঠায় যেতে ব্যবহৃত হয়। (Go to command)
Ctrl + Hরিপ্লেস ডায়লগ বক্স ওপেন করতে ব্যবহৃত হয়। (Replace)
Ctrl + Iসিলেক্ট করা লেখাকে বাঁকা বা আইটালিক ফন্ট করতে ব্যবহৃত হয়। (Italic)
১০Ctrl + Jসিলেক্ট করা টেক্সট জাস্টিফাই বা পৃষ্ঠার উভয় দিকে সমান করতে ব্যবহৃত হয়। (Justify)
১১Ctrl + Kহাইপারলিংক‌ তৈরি/ সিলেক্টকৃত যেকোনো কিছুতে লিংকিং করতে ব্যবহৃত হয়। (Hyperlink)
১২Ctrl + Lটেক্সট পৃষ্টার/টেক্সট বক্সের বাম দিকে নিতে লেফট এলাইনমেন্ট ব্যবহৃত হয়। (Align left))
১৩Ctrl + Mডানদিকে ট্যাব দিতে ব্যবহৃত হয়। (Indent the paragraph to right)
১৪Ctrl + Nনতুন ডকুমেন্ট/ফাইল খুলতে ব্যবহৃত হয়। (New file)
১৫Ctrl + Oপুর্বের সেভ করা ফাইল ওপেন করতে ব্যবহৃত হয়। (Open file)
১৬Ctrl + Pকোনোকিছু প্রিন্ট করতে ব্যবহৃত হয়। (Print)
১৭Ctrl + Qপ্যারাগ্রাফের মাঝে স্পেসিং করতে ব্যবহৃত হয়। (Remove paragraph formatting)
১৮Ctrl + Rলেখাকে পৃষ্ঠার/টেক্স বক্সের ডানদিকে এলাইন করতে ব্যবহৃত হয়। (Align right)
১৯Ctrl + Sনতুন/পুরোনো ফাইল সেভ করতে ব্যবহৃত হয়। (Save)
২০Ctrl + Tবামদিকের ২য় লাইন থেকে দূরে সরাতে বা ইনডেন্ট পরিবর্তন করতে ব্যবহৃত হয়। 

(Create a hanging indent)

২১Ctrl + Uসিলেক্ট করা লেখায় আন্ডারলাইন করতে ব্যবহৃত হয়। (Underline)
২২Ctrl + Vকপি করা যেকোনো কিছু পেস্ট করতে ব্যবহৃত হয়। (Paste)
২৩Ctrl + Wপ্রোগ্রাম বন্ধ না করে কোনো ডকুমেন্ট/ফাইল বন্ধ করতে ব্যবহৃত হয়। (Close file)
২৪Ctrl + Xসিলেক্ট করা  যেকোনো কিছুকে ডকুমেন্ট থেকে কাট করতে ব্যবহৃত হয়। (Cut)
২৫Ctrl + Yএকই কাজ পুনরায় করতে ব্যবহৃত হয়। (Redo)
২৬Ctrl + Zসর্বশেষ পরিবর্তনটি ফেরত আনতে ব্যবহৃত হয়। (Undo)

মাইক্রোসফট ওয়ার্ড এডভান্স কি-বোর্ড শর্টকাট (Advance MS Word Keyboard Shortcuts)

এমএস ওয়ার্ড-এর বর্ণভিত্তিক (Letter based) শর্টকাট ছাড়াও বহুল ব্যবহৃত অনেক এডভান্স কি-বোর্ড শর্টকার্ট রয়েছে। আপনার কাজ আরো দ্রুত এবং সহজ করে নিতে কি-বোর্ডের শর্টকাটগুলো এবং এর ব্যবহার সম্পর্কে জেনে নিন:

ক্রমিক নং এডভান্স এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাটকিবোর্ড শর্টকাট এর কাজ 
২৭Ctrl + Enterপেইজ ব্রেক (Break) ইনসার্ট করার জন্য ব্যবহৃত হয়।
২৮Ctrl + shift+ Enterকলাম ব্রেক যুক্ত করার কাজে ব্যবহৃত হয়।
২৯Ctrl + Alt + Vপেস্ট ডায়লগ বক্স প্রদর্শন করতে ব্যবহৃত হয়।
৩০Ctrl + Shift + Vশুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য ব্যবহৃত হয়।
৩১Ctrl + 2ডাবল লাইন স্পেসিং দিতে ব্যবহৃত হয়।
৩২Ctrl + 0এক লাইন স্পেসিং দিতে ব্যবহৃত হয়।
৩৩Ctrl + 1সিঙ্গেল লাইন স্পেসিং দিতে ব্যবহৃত হয়।
৩৪Ctrl + Hyphenঅপশনাল হাইফেন যুক্ত করার কাজে ব্যবহৃত হয়।
৩৫Ctrl + Shift + Hyphenনন হাইফেন স্পেস (Space) যুক্ত করতে ব্যবহৃত হয়।
৩৬Ctrl + Shift + Spacebarনন ব্রেকিং স্পেস যুক্ত করতে ব্যবহৃত হয়।
৩৭Ctrl + Backspaceকার্সারের বামদিকে একটি ওয়ার্ড ডিলিট করতে ব্যবহৃত হয়।
৩৮Ctrl + Deleteকার্সারের ডানদিকে একটি ওয়ার্ড ডিলিট করতে ব্যবহৃত হয়।
৩৯Ctrl + Minus Signড্যাশ ইনসার্ট (Insert) করতে ব্যবহৃত হয়।
৪০Ctrl + Shift + Down Arrowপ্যারাগ্রাফের শুরু থেকে শেষপর্যন্ত সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৪১Ctrl + Shift + Up Arrowপ্যারাগ্রাফের শেষ থেকে শুরু পর্যন্ত সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৪২Ctrl Shift + RightArrowশব্দের শেষপর্যন্ত সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৪৩Ctrl + Shift + Left Arrowশব্দের শেষ থেকে শুরু পর্যন্ত সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৪৪Ctrl + PageDownপরবর্তী সংশোধনের স্থানে যেতে ব্যবহৃত হয়।
৪৫Ctrl + PageUpপূর্ববর্তী সংশোধনের স্থানে যেতে ব্যবহৃত হয়।
৪৬Ctrl + Shift + Endডকুমেন্টের একদম শেষে কার্সর নিতে ব্যবহৃত হয়।
৪৭Ctrl + Shift + Homeডাকুমেন্টের একদম শুরুতে কার্সর নিতে ব্যবহৃত হয়।
৪৮Ctrl + Shift + Mবামদিক থেকে প্যারাগ্রাফ ইনডেন্ট (Indent) বাদ দিতে ব্যবহৃত হয়।
৪৯Ctrl + Shift + Tহ্যাংগিং (Hanging) ইনডেন্ট কমানোর জন্য ব্যবহৃত হয়।
৫০Ctrl + Shift + Plus Icon (+) সুপার স্ক্রিপ্ট লিখতে ব্যবহৃত হয়।
৫১Ctrl + Equal Sign (=)সাব স্ক্রিপ্ট  লিখতে ব্যবহৃত হয়।
৫২Ctrl + [ফন্ট সাইজ কমাতে ব্যবহৃত হয়।
৫৩Ctrl + ]ফন্ট সাইজ বাড়াতে ব্যবহৃত হয়।
৫৪Ctrl + Mouse Scroll Buttonপেইজ জুম ইন/জুম আউট করতে ব্যবহৃত হয়।
৫৫Ctrl + Shift + Cডকুমেন্ট/ফাইলের ফরম্যাটিং কপি করতে ব্যবহৃত হয়।
৫৬Ctrl + Shift + Dসিলেক্টেড লেখার নিচে ডাবল আন্ডারলাইন দিতে ব্যবহৃত হয়।
৫৭Ctrl + Shift + Vকপি করা ফরম্যাটিং পেস্ট করতে ব্যবহৃত হয়।
৫৮Alt + Ctrl + Cকপিরাইট সিম্বল (Symbol) ইনসার্ট করতে ব্যবহৃত হয়।
৫৯Alt + Ctrl + Zশেষ ৪টি সংশোধনের স্থান খুঁজতে এবং সেখানে কার্সার নিতে ব্যবহৃত হয়।
৬০Alt + Ctrl + Rরেজিষ্টার্ড ট্রেডমার্কের (Registered Trademark) প্রতীক ইনসার্ট করতে ব্যবহৃত হয়।
৬১Alt + Ctrl + Tযেকোনো ট্রেডমার্কের প্রতীক ইনসার্ট করতে ব্যবহৃত হয়।
৬২Alt + Ctrl + Full Stopউপবৃত্ত ইনসার্ট করতে ব্যবহৃত হয়।
৬৩Alt + Ctrl + Minus Signড্যাশ ইনসার্ট করতে ব্যবহৃত হয়।
৬৪Alt + Shift + Dবর্তমান তারিখ ইনসার্ট করতে ব্যবহৃত হয়।
৬৫Alt + Shift + Eমেইল মার্জড (Merged) ডাটা ডকুমেন্ট এডিট করতে ব্যবহৃত হয়।
৬৬Alt + Shift + Fএকটি মার্জড ফিল্ড ইনসার্ট করতে ব্যবহৃত হয়।
৬৭Alt + Shift + Kমেইল মার্জ প্রদর্শন করতে ব্যবহৃত হয়।
৬৮Alt + Shift + Mমার্জড ডকুমেন্ট প্রিন্ট করতে ব্যবহৃত হয়।
৬৯Alt + Shift + Nডকুমেন্ট মার্জড করার জন্য ব্যবহৃত হয়।
৭০Alt + Shift + Rহেডার বা ফুটারের পূর্বের অংশ কপি করতে ব্যবহৃত হয়।
৭১Alt + Ctrl + Sডকুমেন্টের উইন্ডো স্প্লিট (Split) করতে ব্যবহৃত হয়।
৭২Alt + Shift + Tফাইলে সময় ইনসার্ট করতে ব্যবহৃত হয়।
৭৩Alt + Shift + Down Arrow Keyনিচের সব লাইন সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৭৪Alt + Shift + Up Arrow Keyপূর্ববর্তী বা উপরের লাইন সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৭৫Shift + Down Arrowনিচের একটি লাইন সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৭৬Shift + Up Arrowউপরের একটি লাইন সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৭৭Shift + Right Arrowডানদিক থেকে একটি অক্ষর নির্বাচন করতে ব্যবহৃত হয়।
৭৮Shift + Left Arrowকার্সারের বামদিক থেকে একটি অক্ষর সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৭৯Shift + Homeলাইনের শুরুতে সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৮০Shift + Enterএকটি প্যারাগ্রাফে নতুন লাইন শুরু করতে ব্যবহৃত হয়।
৮১Shift + Tabটেবিলের পূর্ববর্তী সেলে কার্সার নিতে ব্যবহৃত হয়।
৮২Shift + Endলাইনের শুরু থেকে শেষে সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৮৩Shift + Alt + Page Downউপরের সেল থেকে শুরু করে সম্পূর্ণ কলাম সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৮৪Shift + Alt + Page Upনিচের সেল থেকে শুরু করে সম্পূর্ণ কলাম সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৮৫Shift + Page Upস্ক্রীনের উপরের পূর্ববর্তী স্ক্রীন সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৮৬Shift + Page Downস্ক্রীনের নিচে পরবর্তী স্ক্রীনে নির্বাচন করতে ব্যবহৃত হয়।
৮৭Shift + Arrow Keyটেক্সট সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৮৮Tabটেবিলের পরবর্তী সেলে কার্সার নিতে ব্যবহৃত হয়।
৮৯Double Clickকোনো শব্দ সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৯০Triple Clickকোনো একটি সম্পূর্ণ প্যারাগ্রাফ সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৯১Window Key+Mউইন্ডো মিনিমাইজ (Minimize) করতে ব্যবহৃত হয়।

মাইক্রোসফট এক্সেল কি-বোর্ড শর্টকাট (Microsoft Excel Keyboard Shortcuts)

কম্পিউটারে হিসাব-নিকাশ এবং বিভিন্ন তালিকা প্রণয়নে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel)। এমএস এক্সেলের সর্বাধিক ব্যবহৃত  কি-বোর্ড শর্টকাটগুলো নিচে তুলে ধরা হলো:

ক্রমিক নং এমএস এক্সেল কীবোর্ড শর্টকাটকি-বোর্ড শর্টকাট এর কাজ
৯২Ctrl+Aডকুমেন্টের সবকিছু সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
৯৩Ctrl+Cসিলেক্ট করা কোনোকিছু কপি করতে ব্যবহৃত হয়।
৯৪Ctrl+Fডকুমেন্টে নির্দিষ্ট কিছু খুঁজতে ব্যবহৃত হয়।
৯৫Ctrl+Lচলমান ট্যাবের অ্যাড্রেসবারে (Address Bar) লিখতে ব্যবহৃত হয়।
৯৬Ctrl+Nআলাদা নতুন উইন্ডো খুলতে ব্যবহৃত হয়।
৯৭Ctrl+Sফাইল সেভ করতে ব্যবহৃত হয়।
৯৮Ctrl+Tএকই উইন্ডোতে নতুন ট্যাব খুলতে ব্যবহৃত হয়।
৯৯Ctrl+Vকপি বা কাট করা বিষয়বস্তু পেস্ট (Paste) করতে ব্যবহৃত হয়। 
১০০Ctrl+Wচলমান উইন্ডো বন্ধ করতে ব্যবহৃত হয়।
১০১Ctrl+Xসিলেক্ট করা কিছু কাট করতে ব্যবহৃত হয়। 
১০২Ctrl+Zসর্বশেষ পরিবর্তনটি ফেরত আনতে ব্যবহৃত হয়।
১০৩Ctrl+1ফন্ট, নাম্বারিং ও বর্ডার ইত্যাদির পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হয়।।
১০৪Ctrl+2ফন্ট বোল্ড করতে ব্যবহৃত হয়।
১০৫Ctrl+3লেখাকে আইটালিক করতে ব্যবহৃত হয়।
১০৬Ctrl+4লেখা আন্ডারলাইন করতে ব্যবহৃত হয়।
১০৭Ctrl+5লেখার মাঝখানে কাটা দাগ দিতে ব্যবহৃত হয়।
১০৮Ctrl+7স্ট্যান্ডার্ড টুলবার (Standard Toolbar) সরিয়ে দিতে ব্যবহৃত হয়।
১০৯Ctrl+9কার্সার যে ফিল্ডে রয়েছে তা মুছে ফেলতে ব্যবহৃত হয়।
১১০Ctrl+0কলাম ডিলিট করতে ব্যবহৃত হয়।
১১১Arrow Keyদিকনির্দেশনা অনুযায়ী কার্সার নিতে ব্যবহৃত হয়।
১১২Ctrl+Homeফিল্ড বা লেখার প্রথমে কার্সার নিতে ব্যবহৃত হয়।
১১৩Ctrl+Endফিল্ড বা লেখার শেষে কার্সার নিতে ব্যবহৃত হয়।
১১৪Ctrl+Page Upআগের ওয়ার্কশিটে যেতে ব্যবহৃত হয়।
১১৫Ctrl+Page Downপরবর্তী ওয়ার্কশিটে যেতে ব্যবহৃত হয়।
১১৬Alt+Page Upডকুমেন্টের প্রথম কলামে কার্সার নিতে ব্যবহৃত হয়।
১১৭Alt+Page Downডকুমেন্টের শেষ কলামে কার্সার নিতে ব্যবহৃত হয়।
১১৮Alt+Enterকার্সার রেখে দুই কিক্লের মাধ্যমে পরবর্তী লাইন তৈরি করতে ব্যবহৃত হয়।
১১৯Shift+TABপূর্ববর্তী ফিল্ড থেকে প্রথম ফিল্ডে ধারাবাহিকভাবে যেতে ব্যবহৃত হয়।
১২০Atl+F1ওয়ার্কশিটের সাথে চার্টশিট যু্ক্ত করতে ব্যবহৃত হয়।
১২১Atl+F2সেভ এজ করতে ব্যবহৃত হয়।
১২২Ctrl+F3ডিফাইন ডায়ালগ বক্স খুলতে ব্যবহৃত হয়।
১২৩Ctrl+F4ফাইল বন্ধ করতে ব্যবহৃত হয়।
১২৪Ctrl+F5ফাইলের নামসহ আলাদা উইন্ডো তৈরি করতে ব্যবহৃত হয়।
১২৫Ctrl+F8ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স ওপেন করতে ব্যবহৃত হয়।
১২৬Ctrl+F9ফাইল মিনিমাইজ করতে ব্যবহৃত হয়।
১২৭Ctrl+F10ফাইল নামসহ আলাদা উইন্ডো তৈরি করতে ব্যবহৃত হয়।
১২৮Ctrl+F11ওয়ার্কশিটের সাথে ম্যাক্রো শিট এড করতে ব্যবহৃত হয়।
১২৯Ctrl+F12ডায়লগ বক্স করতে ব্যবহৃত হয়।

কম্পিউটার উইন্ডোজ কি-বোর্ড শর্টকাট (Windows Keyboard Shortcuts)

কম্পিউটার ব্যবহার করতে গেলে উইন্ডোজ কি-বোর্ড কমান্ডগুলো সবার জেনে রাখা প্রয়োজন। কেননা, এতে করে কম্পিউটার পরিচালনার কাজটি খুব সহজে বেশ তাড়াতাড়ি করা যায়। 

টাস্ক ম্যানেজার, স্টার্ট মেন্যু থেকে শুরু করে প্রোগ্রাম দেখতে, প্রোগ্রাম রান করতে, কম্পিউটার দ্রুত বন্ধ করতে, সিস্টেম প্রোপার্টিজ ওপেন করতে ইত্যাদি নানা কাজে এগুলো ব্যবহৃত হয়। চলুন জেনে নেয়া যাক গুরুত্বপূর্ণ  কিছু উইন্ডোজ কি-বোর্ড শর্টকাট:

ক্রমিক নং উইন্ডোজ কিবোর্ড শর্টকাট কিবোর্ড শর্টকাট এর কাজ 
১৩০Win+Dউইন্ডোজে চলমান থাকা প্রোগ্রাম দেখাতে বা হাইড রাখতে ব্যবহৃত হয়।
১৩১Win+Eফাইল এক্সপ্লোরার (Explorer) খুলতে ব্যবহৃত হয়।
১৩২Win+Mসকল প্রকার ফাইল মিনিমাইজ করতে ব্যবহৃত হয়।
১৩৩Win+Rরান প্রোগ্রাম ওপেন করতে ব্যবহৃত হয়।
১৩৪Win+Tabটাস্ক ভিউ (Task View) ওপেন করতে ব্যবহৃত হয়।
১৩৫Win+Up Arrow Keyওপেন করা ফাইল মেক্সিমাইজ (Maximize) করতে ব্যবহৃত হয়।
১৩৬Win+Break Keyসিস্টেম প্রপার্টিজ ডায়লগ বক্স ওপেন করতে ব্যবহৃত হয়।
১৩৭Alt+Tabওপেন করা প্রোগ্রাম বাছাই করতে ব্যবহৃত হয়।
১৩৮Ctrl+Shift+Escটাস্ক ম্যানেজার ওপেন করতে ব্যবহৃত হয়।
১৩৯Ctrl+Escস্টার্ট মেনু ওপেন করতে ব্যবহৃত হয়।
১৪০Alt+F4চালু প্রোগ্রাম বন্ধ করতে ব্যবহৃত হয়।

শেষকথা

বিভিন্ন কি-বোর্ড শর্টকাট আমাদের কম্পিউটার ব্যবহারকে সহজ করে তোলে। উপরে উল্লেখিত শর্টকাটগুলো ছাড়াও আরো অনেক শর্টকাট রয়েছে। তাছাড়া, প্রতিটি সফটওয়্যারের থাকতে পারে কিছু ভিন্ন ভিন্ন কি-বোর্ড শর্টকাট। তবে উপরে দেয়া সব কি-বোর্ড শর্টকাটগুলো আয়ত্ত করতে পারলে আশা করি, আপনি বেশ দক্ষতার সাথে কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারবেন।

রিলেটেড আর্টিকেল গুলো

Back to top button