
আবহাওয়ার খবর লাইভ {LIVE}
ঘূর্ণিঝড় এর লাইভ আপডেট
লাইভ আবহাওয়া
আমরা অনেকেই হয়তো উইন্ডি’র (Windy) কথা জানি। যারা জানেন না তারা আমাদের আরেকটি আর্টিকেল “আজকের আবহাওয়ার খবর জানার জনপ্রিয় অ্যাপ গুলো” পরে নিতে পারেন যেখানে উইন্ডি সম্পর্কে বিস্তারিত বলা আছে। উইন্ডি প্রথমে কোন এলাকার বাতাসের বা ঝড়ের গতিবিধি দেখার জন্য বহুল পরিচিত হলেও উইন্ডি থেকে আপনার এলাকার বর্তমান আবহাওয়া ও আবহাওয়ার পূর্বাভাসগুলো দেখা যায়। আপনাদের সুবিধার্থে আমরা এখানেই আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় আবহাওয়ার বর্তমান অবস্থা ও পূর্বাভাসগুলো লাইভ দেখাচ্ছি। এতে করে আপনাকে বার বার উইন্ডি’র (Windy) অ্যাপ বা ওয়েবসাইট খুলে বিভিন্ন আবহাওয়ার তথ্য দেখতে হবে না।
এখানে আমরা পুরো বাংলাদেশের লাইভ আবহাওয়া দেখাচ্ছি। আপনাকে আপনার এলাকার লাইভ আবহাওয়া দেখার জন্য ম্যাপের উপরে ডান দিকের (+) ও (-) বোতাম দুটি ব্যবহার করে আপনার এলাকার অংশটি জুম করতে হবে।
আপনার এলাকার লাইভ তাপমাত্রা
সুতরাং আপনার এলাকার রং দেখেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার এলাকার তাপমাত্রা এখন কত।
আপনার এলাকার লাইভ বৃষ্টি ও বজ্রপাতের পরিমাণ


এই রং দেখেই বুঝতে পারবেন যেকোনো এলাকার বৃষ্টিপাতের পরিমাণ।
আপনার এলাকার লাইভ মেঘের পরিমাণ

এই রং দেখেই বুঝতে পারবেন যেকোনো এলাকার আকাশে মেঘের পরিমাণ।
আপনার এলাকার লাইভ আর্দ্রতার (Humidity) পরিমাণ
এই রং দেখেই বুঝতে পারবেন যেকোনো এলাকার বাতাসের আর্দ্রতার পরিমাণ।
লাইভ বাতাসের গতিবেগ

এই রং দেখেই আপনি বুঝতে পারবেন যেকোনো এলাকার প্রতি ঘন্টার বাতাসের গতিবেগ। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ও ঘূর্ণিঝড়ের গতিপথ দেখার জন্য এই অপশনটি বহুল ব্যবহৃত হয়।
লাইভ সমুদ্রের ঢেউয়ের অবস্থা

এই রং দেখেই আপনি সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বুঝতে পারবেন যেকোনো সময়।
আবহাওয়ার লাইভ সতর্কবার্তা
এই রং দেখেই আপনি যেকোনো সময় আবহাওয়ার সতর্কবার্তা পেতে পারেন এবং দূর্যোগপূর্ণ আবহাওয়ায় পূর্ব প্রস্তুতি রাখতে পারেন।
কার্বন মনোক্সাইডের পরিমাণ
কার্বন মনোক্সাইড আন্তর্জাতিকভাবে বিষাক্ত হিসেবে চিহ্নিত একটি গ্যাস যা অল্প পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে কার্বন জাতীয় পদার্থ যেমন, কাঠ-কয়লা ইত্যাদি পোড়ালে উৎপন্ন হয়। এই গ্যাস মেরুদণ্ডী ও আমেরুদণ্ডী হিমোগ্লোবিক প্রাণীর জন্য অত্যন্ত বিষাক্ত। বর্ণ, গন্ধ ও স্বাদহীন এই গ্যাস কেউ উচ্চ-মাত্রায় নিশ্বাসের সাথে গ্রহণ করলে সে দ্রুত অজ্ঞান হয়ে পড়ে এবং সাথে সাথে চিকিৎসা না হলে রোগীর মৃত্যুও ঘটতে পারে।
যদিও বাতাসে কার্বন মনোক্সাইডের প্রাকৃতিক ঘনত্ব প্রতি বিলিয়ন (পিপিবিভি) এর প্রায় ২০০পিপিবিভি পর্যন্ত মানুষের পক্ষে ক্ষতিকর না। অতিরিক্ত কার্বন মনোক্সাইডের প্রধান উৎসগুলো হল যানবাহনের ধোঁয়া, তামাকের ধোঁয়া এবং কলকারখানা থেকে নির্গত ধোঁয়া। এছাড়াও বাতাসের চেয়ে হালকা এই কার্বন মনোক্সাইডের প্রাকৃতিক উৎসগুলোর মধ্যে আগ্নেয়গিরি এবং বুশফায়ার অন্যতম।
এই ম্যাপটিতে বর্তমানে কোথায় কার্বন মনোক্সাইডের পরিমাণ কত তা রং দিয়ে নির্দেশ করা আছে। সাথে ম্যাপের নিচে আপনি মোট কার্বন মনোক্সাইডের পরিমাণ (মোট পরিমাপকৃত আয়তনে প্রতি বিলিয়ন মলিকিউলস গ্যাস এর পরিমাণ) অনুযায়ী রং দেখতে পাচ্ছেন।
শেষ কথা
তথ্যপ্রযুক্তির কল্যাণে এবং ইন্টারনেটের সুফল হিসেবে আমরা এখন ঘরে বসেই যেকোন সময় যেকোন স্থানের আবহাওয়ার খবর নিমিষেই পেতে পারি বিভিন্ন উপায়ে। কীভাবে বিভিন্ন ওয়েদার অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে আবহাওয়ার খবর জানতে পারেন সে বিষয়ে পূর্ব প্রকাশিত আর্টিকেলগুলোর মতো একটু অন্যরকম লাইভ আবহাওয়া দেখার পদ্ধতি বিষয়ক এই প্রতিবেদনটিও আপনাকে যেকোন সময় লাইভ আবহাওয়ার নানা অবস্থা জেনে নেয়ার ক্ষেত্রে সাহায্য করবে, এমনটাই আশা করছি।