আজকের আবহাওয়াআবহাওয়াআবহাওয়ার খবরখবরবাংলাদেশ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর নিত্যপ্রয়োজনীয় সেবা সমূহ

বর্তমানে বাংলাদেশে বছরের অনেকটা সময়ই দুর্যোগপূর্ণ থাকে। গরমের সময় অত্তাধিক গরম বা শীতের সময় অত্তাধিক শীত। এ ছাড়াও আইলা, সিডর, ফণী বা বুলবুল এর মত ভয়ঙ্কর ঝড় তো আছেই। এমন পরিস্থিতিতে প্রতিদিন আবহাওয়ার খবর জানা মোটামোটি নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। দিনের তাপ বা গরম, শীত, বৃষ্টি বা ঝড়ের খবর জানার জন্য আমরা প্রতিদিনই খবরের কাগজ, কম্পিউটার, মোবাইল বা অন্যান্য ডিভাইসের দিয়ে বিভিন্ন আবহাওয়ার খবর দেখার অ্যাপ বা ওয়েবসাইটের মাদ্ধমে আবহাওয়ার খবর নিয়ে থাকি। এর মধ্যেই একটি গুরুত্তপূর্ণ ওয়েবসাইট হল আমাদের আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটটি। প্রতিদিনের আবহাওয়া বা আগামী দিন গুলোর আবহাওয়া পূর্বাভাস এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগের জানান দেয় আমাদের এই আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটটি।

দেশের আবহাওয়া কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য সাতক্ষীরা জেলায় আমাদের প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় ১৮৬৭ সালে। পরে ১৯৪৭ সালে কেন্দ্রটির নাম পরিবর্তন করে রাখা হয় পাকিস্তান আবহাওয়া সার্ভিস এবং তারপর দেশ স্বাধীনের পর ১৯৭১ সালে এটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (সংক্ষেপেঃবিএমডি) হয়ে ওঠে।

বর্তমানে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিচালনা করে থাকে, দেশের আবহাওয়া বিষয়ক যেকোনো কার্যক্রম যেমনঃ আবহাওয়া উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও পূর্বাভাস পদ্ধতির মান-উন্নয়ন এর সাথে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য নির্ভুল তথ্য এবং আবহাওয়া পর্যবেক্ষণাগার সমূহের পরিচালনা ও ব্যবস্থাপনা করে থাকে। এ ছাড়াও রাডার, উপগ্রহ কেন্দ্র ও কৃষি-ব্যবস্থাপনার বিকাশে সহায়তা প্রদান করে থাকে। সুত্রঃ উইকিপিডিয়া

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাইটের লিঙ্কঃ http://www.bmd.gov.bd/bn

আসুন জেনে নেই এই সাইটটি থেকে আমরা কি কি সেবা পাই।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সেবাসমূহঃ

আজকের আবহাওয়া অবস্থা

আমরা দিনের যেকোনো সময় আমাদের আবহাওয়া অধিদপ্তর এর ওয়েবসাইটটি তে ঢুকলেই প্রথমেই যেটা দেখতে পাই সেইটা হল আজকের আবহাওয়া অবস্থার খবর। এখান থেকে আমরা যেকোনো বিভাগের আবহাওয়ার অবস্থা দেখে নিতে পারি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সেবা আজকের আবহাওয়া

এর একটু নিচে আসলে আমরা দেখতে পাবো যেকোনো জেলার বর্তমান তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা, আদ্রতা এবং দৃষ্টিসীমা। সাথে আরও দেখা যাবে চাঁদ ও সূর্য উদয় ও অস্ত যাওয়ার সময়।

যেকোনো জেলার বর্তমান আবহাওয়া অবস্থা

এর সাথেই আমরা আরও দেখতে পারব যে কোন জেলার দিনের বিভিন্ন সময়ের বৃষ্টিপাতের পরিমান।

দিনের বিভিন্ন সময়ের বৃষ্টিপাতের পরিমান

দিনের বিভিন্ন সময়ের তাপমাত্রা কত ছিল ও তার সাথে দিনের তাপমাত্রার পূর্বাভাস।

দিনের বিভিন্ন সময়ের তাপমাত্রা কত ছিল

এবং দেশের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা কোথায় আর কত ছিল।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দেশের সরবচ্চ তাপমাত্রা

পূর্বাভাস

সাইট মেনু থেকে “পূর্বাভাস” এ ক্লিক করে আপনি দেখতে পাবেনঃ

এবং এখান থেকে আপনি প্রতিদিন পূর্বাভাস রিপোর্টটি ডাউনলোড করে নিতে পারবেন।

আবহাওয়া পূর্বাভাস

 

সতর্কবার্তা

সাইট মেনু থেকে “সতর্কবার্তা” এ ক্লিক করে আপনি দেখতে পাবেনঃ

এবং এখান থেকে আপনি সতর্কবার্তা গুলো ডাউনলোড করে নিতে পারবেন।

ঘূর্ণিঝড়

“ঘূর্ণিঝড়” এ ক্লিক করে আপনি দেখতে পাবেনঃ

লাইভ ঘূর্ণিঝড়ের গতিপথ

কৃষি আবহাওয়া

“কৃষি আবহাওয়া” এ ক্লিক করে আপনি দেখতে পাবেন কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পূর্বাভাস।

এছাড়াও টেলিযোগাযোগের মাধ্যমে আধুনিক কৃষি-ব্যবস্থাপনার উন্নয়ন ও বিকাশে সাহায্য করে থাকে।

ভূমিকম্প

“ভূমিকম্প” এ ক্লিক করে আপনি দেখতে পাবেন ভূমিকম্প সংক্রান্ত বিভিন্ন তথ্য।

আবহাওয়া মানচিত্র

এখান থেকে আমরা প্রতিদিনের আবহাওয়া মানচিত্রটিও দেখে নিতে পারি।

দৈনিক আবহাওয়া মানচিত্র

আবহাওয়া বিষয়ক তথ্য

আবহাওয়া অধিদপ্তরের সাইটটি থেকে আমরা দৈনিক আবহাওয়া ও পূর্বাভাস ছাড়াও আবহাওয়া বিষয়ক বিভিন্ন তথ্য পেতে পারি, যেমনঃ

সংকেত সমূহঃ যেখান থেকে আমরা বিভিন্ন সংকেত সম্পর্কে ও কন সংকেত-এ কি বোঝায় সেই সম্পর্কে জানতে পারব।

ইসলামিক দিনপঞ্জীঃ এখান থেকে আমরা বর্তমান বছরের ইসলামিক দিনপঞ্জীটি ডাউনলোড করে নিতে পারব।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মোবাইল অ্যাপ

আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের আবহাওয়া অধিদপ্তরের একটি নিজস্ব মোবাইল অ্যাপ আছে। যে অ্যাপ টি দিয়ে আপনি আপনার স্মার্টফোনের মাদ্ধমে আবহাওয়ার খবর দেখতে পারবেন। এই অ্যাপটির সম্পর্কে আরও বিস্তারিত জানতে আবহাওয়ার খবর জানার বিভিন্ন অ্যাপ নিয়ে আমাদের আরেকটি আর্টিকেলটি পরে নিন আজকের আবহাওয়ার খবর বা ওয়েদার আপডেট জানার জনপ্রিয় অ্যাপ গুলো

আবহাওয়া অধিদপ্তরের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন এখান থেকেঃ বি এম ডি ওয়েদার অ্যাপ

যোগাযোগঃ

আবহাওয়া অধিদপ্তর থেকে যেকোনো তথ্য বা সাহায্যের জন্য যোগাযোগ করুন নিচের মাদ্ধম গুলির মাদ্ধমে।

ফোন: +৮৮০ ২ ৯১৩৫৭৪২, ৯১২৩৮৩৮

ডায়াল: ১০৯০ (বিনামূল্যে)

ফ্যাক্স: +৮৮০-২-৯১১৯২৩০, ৫৮১৫২০১৯

ই-মেইল: info@bmd.gov.bd / swc@bmd.gov.bd

রিলেটেড আর্টিকেল গুলো

Back to top button