বিভিন্ন কোম্পানির চাকরির খবর পাওয়ার ও আবেদন করার জব পোর্টাল গুলো
বাংলাদেশে প্রতিদিনই পড়াশুনা শেষ করে বের হচ্ছে লাখো তরুন। এবং সাথে সাথেই নেমে পরছে চাকরি খোঁজার যুদ্ধে। আর এর সাথেই প্রতিযোগিতা বাড়ছে যেকোনো চাকরির জন্য। চাকরির খবর এর জন্য চোখ রাখছে বিভিন্ন কোম্পানির চাকরির বিজ্ঞাপন গুলোর দিকে। তবে খুশির খবর এই যে চাকরির খোজার জন্য রাস্তায় রাস্তায় ঘোরা বা খবরের কাগজ উলটে উলটে চাকরি খোজার দিন শেষ। বাংলাদেশে অধিকাংশ প্রতিষ্ঠানেরই এখন একটি করে ওয়েবসাইট আছে এবং সেখানেই পেশা বা ক্যারিয়ার পেজে তারা তাদের প্রতিষ্ঠানের জন্য লোক খোজার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে। তাই ঘরে বসেই অনলাইনে সেই সব প্রতিষ্ঠানের চাকরিতে আবেদন করা যায়।
তবে এর চেয়েও আরও সহজে বিভিন্ন কোম্পানির চাকরির খবর পাওয়ার উপায় হল বাংলাদেশের চাকরির পোর্টাল গুলো। কারন এখন দেশের বা বিদেশের প্রায় সব প্রতিষ্ঠানই লোক খোজার জন্য এই অনলাইন ওয়েবপোর্টালগুলোতে বিজ্ঞাপন দেয়। সুতরাং বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একবার একবার করে গিয়ে আবেদন করার চেয়ে একটি পোর্টালে গিয়েই বিভিন্ন প্রতিষ্ঠানের পছন্দসই চাকরিতে আবেদন করা যায়। এমনকি চাকরিদাতা আপনার আবেদনটি দেখেছে কিনা সেইটাও জানা যায়। আবেদন থেকে শুরু করে ইন্টার্ভিউ পর্যন্ত প্রায় পুরো প্রক্রিয়া শেষ হচ্ছে এখন অনলাইনের মাধ্যমে।
তবে এ জন্য আপনাকে জানতে হবে ওয়েবসাইট ঠিকানা এবং প্রতিদিন একবার হলেও ঢুঁ মারতে হবে এই জব পোর্টাল গুলোতে।
আমাদের দেশের এমন কিছু চাকরি খোঁজার ওয়েবপোর্টাল সম্পর্কে সংক্ষেপে জেনে নিন।
সূচিপত্রঃ
বিডিজবস ডট কম (BDjobs.com)
বিশেষত্ব
- এটি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় চাকরি পোর্টাল।
- প্রায় সব কোম্পানির চাকরির খবর পাওয়া যায়।
- প্রায় সব ধরনের ক্যাটাগরির উপর চাকরি খোঁজা যায়।
- নির্দিষ্ট দক্ষতার উপরে ভিত্তি করে চাকরি খোঁজা যায়।
- জেলাভিত্তিক চাকরি খবর পাওয়া যায়।
- এই সাইটটিতে সরকারি চাকরির বিভাগও আছে।
- নিজের সব ধরনের তথ্য দিয়ে প্রোফাইল বা অনলাইন সিভি তৈরি করা যায়।
- কত জন বা কোন নিয়োগকর্তা সিভি টি দেখল সেটা জানা যায়।
- বিডি জবস বিভিন্ন রকম প্রশিক্ষণেরও আয়োজন করে থাকে।
- বিভিন্ন রকম পেশা ভিত্তিক কোর্স ও সার্টিফিকেট প্রদান করে।
- বিভিন্ন কুইজ বা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা যাচাই করা যায়।
বিক্রয় জবস (BikroyJOBS)
বিশেষত্ব
- ব্লু কলার চাকরির জন্য বিক্রয় জবস সবচেয়ে জনপ্রিয় সাইট।
- প্রায় সব ধরনের ব্লু কলার চাকরির বিজ্ঞাপন আছে এখানে।
- পার্ট-টাইম, এন্ট্রি লেভেল এবং তরুণ শিক্ষার্থীদের কর্মসংস্থানে আদর্শ একটি পোর্টাল।
- জেলাভিত্তিক ব্লু কলার চাকরির খবর পাওয়া যায়।
- প্রতি মাসে ২০০,০০০+ আবেদনকারী আবেদন করে বিক্রয় জবস এর বিভিন্ন চাকরিতে।
- ইন্ডাস্ট্রি, ব্যবসায়িক ফাংশন এবং চাকরির ধরন উপর ভিত্তি করে চাকরি খোঁজা যায়।
- শহর বা এলাকা ভিত্তিতে চাকরির খোঁজা যায়।
- বিদেশের চাকরির খোঁজও এই পোর্টালটিতে পাওয়া যায়।
- নিজের তথ্য দিয়ে প্রোফাইল বা অনলাইন সিভি তৈরি করা যায়।
- এটি নিয়োগকর্তারা সরাসরি “ট্যালেন্ট হান্ট” অপশন এর মাদ্ধমে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পান।
কর্ম (Kormo)
বিশেষত্ব
- সার্চ জায়ান্ট গুগলের এরিয়া ১২০ ইনকিউবেটরের জব পোর্টাল বা চাকরির খোঁজার সাইট ‘কর্ম’।
- এটি একটি অ্যাপ ভিত্তিক চাকরির পোর্টাল।
- মূলত এটি একটি অপ্রাতিষ্ঠানিক চাকরির বাজার।
- চাকরিপ্রার্থীরা নিবন্ধনের পর নিজের তথ্য যোগ করলে সে অনুযায়ী চাকরির খোঁজ পেয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে।
- চাকরিদাতা ও চাকরিপ্রার্থী দুপক্ষই একে অপরকে রেটিং দিতে পারে।
- যখন ইচ্ছা এক পাতার সিভি ডাউনলোড করা যায়।
চাকরি ডট কম (chakri.com) / প্রথম আলো জবস (Prothom Alo Jobs)
বিশেষত্ব
- প্রথম আলো জবসের নাম পরিবর্তন করে করা হয়েছে চাকরি ডট কম।
- চাকরিপ্রত্যাশীরা দেখতে পারেন কতগুলো কোম্পানি তাঁর সিভিটি দেখেছে।
- চাকরিপ্রত্যাশী দেখতে পারেন কতগুলো তিনি কোন কোন প্রতিস্থানে কোন কোন পদে আবেদন করেছেন।
- শহর বা এলাকার ভিত্তিতে চাকরির খোঁজা যায়।
- ট্রেইনিং এর মাধ্যমে দক্ষতা অর্জনের ব্যবস্থা আছে এখানে।
রুটিরুজি (RutiRuji)
বিশেষত্ব
- রুটিরুজি হচ্ছে চাকরি খোঁজার একটু ভিন্নধর্মী পোর্টাল।
- নিজের প্রোফাইল/CV তৈরি করে ফেলা যায়।
- এখানে রেজিস্ট্রেশন করার পর থেকেই আপনি পছন্দের চাকরির খবর পেতে থাকবেন।
- পছন্দের চাকরির খবর গুলো পৌঁছে দিবে সরাসরি আপনার কাছে।
- আপনার পছন্দের এলাকার চাকরির খবর পৌঁছে দিবে আপনার কাছে।
- আপনাকে চাকরির খবর জনিয়ে দিবে ফোন, এসএমএস, ওয়েবসাইট ও ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে।
- এই সেবা প্রথম ৩০ দিন সম্পূর্ণ ফ্রিতে নেওয়া যায় এর পর প্রতি মাসে মাত্র ৬০ টাকা চার্জ দিতে হবে।
স্কিল ডট জবস (Skill.Jobs) / জবসবিডি ডট কম (jobsbd.com)
বিশেষত্ব
- ক্যাটাগরি ভিত্তিতে চাকরি খোঁজার সুবিধা পাওয়া যায়।
- পছন্দের জায়গার ভিত্তিতে চাকরির খোঁজা যায়।
- সিভি ও ফোরামসহ বিভিন্ন ক্যারিয়ার সার্ভিস পাওয়া যায়।
আজাদী জবস (azadijobs)
বিশেষত্ব
- চট্রগ্রামের চাকরির খবর জানতে চোখ রাখুন এই জব পোর্টালটিতে। এই জব পোর্টালটি শুধু মাত্র তাদের জন্য যারা চট্টগ্রাম শহরে চাকরি করতে আগ্রহী।
- এখানে আপনি ক্যাটাগরির উপরে ভিত্তি করে পছন্দের চাকরি খুঁজতে পারবেন।
- এর সাথে তাদের সার্চ অপশন টি ব্যবহার করে প্রতিষ্ঠানের ধরন, চাকরির লেভেল এর ভিত্তিতে চাকরি উপরে খুঁজে নিতে পারবেন।
- এছাড়াও আপনি এখানে সিভি লেখার টিপস, ক্যারিয়ার টিপস, ইন্টার্ভিউ টিপস ও ক্যারিয়ার এর উপরে ট্রেনিং সার্ভিস ও নিতে পারবেন।
আশা করি আমাদের এই প্রবন্ধটি আপনাদেরকে বিভিন্ন কোম্পানির চাকরির খবর ও আপনার পছন্দের চাকরিটি খুজে পেতে সাহায্য করবে। তবে এই চাকরির পোর্টাল গুলো সম্পর্কে যেকোনো প্রশ্ন না মন্তব্য থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনার জন্য রইল শুভকামনা।