Written by 11:10 pm গেমস, মোবাইল অ্যাপস, মোবাইল গেমস

পাবজি মোবাইল লাইট ডাউনলোড করুন ও খেলুন মোবাইল ও ল্যাপটপ বা কম্পিউটারে

পাবজি মোবাইল লাইট ডাউনলোড

বর্তমানের সব থেকে  জনপ্রিয় গেম এর মধ্যে পাবজি গেমটি অন্যতম এবং সেরা একটি গেম। সারা বিশ্বে অনেক জনপ্রিয়তা পাওয়ার পরে তারা পাবজি লাইট (Pubg Lite) ভার্সন বাজারে নিয়ে এসেছে, অল্প কনফিগারেশন এর মোবাইল বা কম্পিউটারের জন্য পাবজি গেমটি সমস্যার সৃষ্টি করলেও পাবজি লাইট ভার্শন টি খেলতে কোন রকম সমস্যা হবেনা। অত্যন্ত সহজেই আপনি পাবজি লাইট ডাউনলোড করে খেলতে পারবেন। 

এটি আপনি খেলতে পারেন আপনার মোবাইল বা পিসি তে, তবে ল্যাপটপ বা কম্পিউটারে খেলতে হলে আপনাকে $২৯.৯৯ খরচ করতে  হতে পারে।

পাবজি গেম ডাউনলোড ও ইন্সটলের প্রক্রিয়া দেখানোর পরে আজকে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি এই পাবজি মোবাইল লাইট ডাউনলোড করবেন এবং খেলবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে।

০১ঃ কিভাবে আপনি পাবজি গেম অ্যানড্রয়েড মোবাইলে খেলবেন?

ধাপ ১ঃ

প্রথমে পাবজি লাইট (Pubg Lite) ডাউনলোড দিতে আপনার মোবাইলের প্লে-স্টোরে যান এবং সার্চ বার এ লেখুন “Pubg Mobile Lite” এবং প্রথমে আসা গেমটি তে ক্লিক করুন। কিভাবে আপনি পাবজি গেম অ্যানড্রয়েড মোবাইলে খেলবেন ধাপ-১

ধাপ ২ঃ

এরপর ইন্সটল হয়ে গেলে ওপেন এ ক্লিক করুন।

কিভাবে আপনি পাবজি গেম অ্যানড্রয়েড মোবাইলে খেলবেন ধাপ-২

ধাপ ০৩ঃ

এবার পাবজি লাইট অ্যাপটি ওপেন হবে।

কিভাবে আপনি পাবজি গেম অ্যানড্রয়েড মোবাইলে খেলবেন ধাপ-৩

ধাপ ০৪ঃ

অ্যাপটি ওপেন হয়ে গেলে “Privacy Policy” তে “Agree” করুন।

কিভাবে আপনি পাবজি গেম অ্যানড্রয়েড মোবাইলে খেলবেন ধাপ-৫

ধাপ ০৫ঃ

এখানে আপনার পছন্দ মত মুখ, গায়ের রং, চুল এবং চুলের রং নির্বাচন করুন। এবং “Create” ক্লিক করুন।

কিভাবে আপনি পাবজি গেম অ্যানড্রয়েড মোবাইলে খেলবেন ধাপ-5

ধাপ ০৬ঃ

তারপর ভেতরে প্রবেশ করে “Start” এ ক্লিক করে শুরু করতে পারেন খেলা। কিভাবে আপনি পাবজি গেম অ্যানড্রয়েড মোবাইলে খেলবেন ধাপ-৬

ধাপ ০৭ঃ

এরপর খেলাটি শুরু হলে প্রথমে আপনাকে ৩০ সেকেন্ড প্রাকটিস এর জন্য দেয়া হবে।

কিভাবে আপনি পাবজি গেম অ্যানড্রয়েড মোবাইলে খেলবেন ধাপ ৭

ধাপ ০৮ঃ 

আর তারপরেই শুরু হয়ে যাবে খেলার আসল পর্ব। আর এভাবেই আপনি মোবাইলে পাবজি লাইট খেলতে পারবেন।

কিভাবে আপনি পাবজি গেম অ্যানড্রয়েড মোবাইলে খেলবেন ধাপ-৮

ল্যাপটপ বা কম্পিউটারে পাবজি মোবাইল লাইট গেমটি খেলার দুইটি পদ্ধতি রয়েছেঃ

  1. ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে।
  2. পাবজি লাইট গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে।

কিভাবে আপনি পাবজি মোবাইল লাইট গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে খেলবেন?

ধাপ ১ঃ

প্রথমে আপনাকে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর ইন্সটল করে নিতে হবে।

পাবজি মোবাইল লাইট গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে খেলবেন ধাপ ১

ধাপ ২ঃ 

তারপর এখন ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটরে আপনার জিমেইল আইডি দিয়ে গুগল প্লে স্টোর সেটআপ করে নিন।

পাবজি মোবাইল লাইট গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে খেলবেন ধাপ-২

ধাপ ৩ঃ 

তারপর “Pubg Mobile Lite” লিখে প্লে স্টোরে সার্চ করুন 

পাবজি মোবাইল লাইট গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে খেলবেন ধাপ-৩

ধাপ ৪ঃ 

এরপর গেমটি ইন্সটল করে অপেন করুন।

পাবজি মোবাইল লাইট গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে খেলবেন ধাপ-৪

ধাপ ৫ঃ

এবার গেমটি ওপেন হচ্ছে

পাবজি মোবাইল লাইট গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে খেলবেন ধাপ-৫

 

ধাপ ৬ঃ

এবার “Start” বাটনে ক্লিক করুন।

পাবজি মোবাইল লাইট গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে খেলবেন ধাপ-৬

ধাপ ৭ঃ

এবার মাচিং হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করুন।

পাবজি মোবাইল লাইট গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে খেলবেন ধাপ-৭

ধাপ ৮ঃ

এবার শুরু হয়ে গেলো খেলা।

পাবজি মোবাইল লাইট গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে খেলবেন ধাপ-৮

আর এভাবেই আপনি ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে পাবজি লাইট গেমটি খেলতে পারবেন।

কিভাবে আপনি পাবজি মোবাইল লাইট গেমটি এদের অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন?

ধাপ ১ঃ

প্রথমে আপনাকে পাবজি এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ডান দিক থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে।

কিভাবে পাবজি মোবাইল লাইট গেমটি এদের অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন ধাপ-১

ধাপ ২ঃ

এরপর এই পেজটি আসলে ক্লিক করুন “Download” এ।

কিভাবে পাবজি মোবাইল লাইট গেমটি এদের অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন ধাপ-২

ধাপ ৩ঃ

ডাউনলোড হয়ে গেলে এটি পর্যায়ক্রমে পদ্ধতি গুলো অনুশরন করে ইন্সটল করে নিন।

কিভাবে পাবজি মোবাইল লাইট গেমটি এদের অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন ধাপ-৩

তারপর,

কিভাবে পাবজি মোবাইল লাইট গেমটি এদের অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন ধাপ-৩.১

ধাপ ৪ঃ

এরপর ইন্সটল হয়ে গেলে ওপেন করে নিয়ে আপনার ফেসবুকের সাথে সংযুক্ত করে নিন অথবা নতুন আইডি খুলে নিয়ে লগিন করুন।

কিভাবে পাবজি মোবাইল লাইট গেমটি এদের অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন ধাপ-৪

ধাপ ৫ঃ

এরপর আবার “Install” এ ক্লিক করুন।

কিভাবে পাবজি মোবাইল লাইট গেমটি এদের অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন ধাপ-৫

ধাপ ৬ঃ

ইন্সটল হয়ে গেলে “Start” এ ক্লিক করুন।

কিভাবে পাবজি মোবাইল লাইট গেমটি এদের অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন ধাপ-৬

ধাপ ৭ঃ

তারপর আপনার নাম নির্বাচন করুন এবং “Confirm” এ ক্লিক করুন।

কিভাবে পাবজি মোবাইল লাইট গেমটি এদের অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন ধাপ-৭

ধাপ ৮ঃ

এরপর “Start” এ ক্লিক করুন।

কিভাবে পাবজি মোবাইল লাইট গেমটি এদের অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন ধাপ-8

 

ধাপ ৯ঃ 

এরপর প্রথমে আপনাকে ৩০ সেকেন্ড প্রাকটিস এর জন্য দেয়া হবে।

কিভাবে পাবজি মোবাইল লাইট গেমটি এদের অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন ধাপ-9

ধাপ ১০ঃ

এবার শুরু হয়ে গেলো আসল খেলা।

কিভাবে পাবজি মোবাইল লাইট গেমটি এদের অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন ধাপ-9

আর এভাবেই আপনি এদের অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে খেলতে পারবেন।

শেষ কথা

উপরে দেখানো পদ্ধতি বা ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই  ডাউনলোড ও ইন্সটল করতে পারবেন পাবজি মোবাইল লাইট গেমটি আপনার বন্ধু অথবা সহপাঠীর সাথে। এছারাও আপনার যদি গেম খেলার প্রতি আগ্রহ থাকে তাহলে আমাদের আরও কিছু জনপ্রিয় গেমস খেলার পদ্ধতি দেখে নিতে পারেন। 

 

Visited 11 times, 1 visit(s) today
[mc4wp_form id=7429]