Written by 12:02 am মোবাইল গেমস, গেমস, টেকনোলজি

পাবজি গেম ডাউনলোড দিন ও খেলুন মোবাইল ও ল্যাপটপ বা কম্পিউটারে | প্লেয়ারআননোওন’স ব্যাটলগ্রাউন্ড

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন

“পাবজি” (PUBG) পুরো নাম প্লেয়ারআননোওন’স ব্যাটলগ্রাউন্ড (PlayerUnknown’s Battlegrounds)। আমরা যারা পাবজি (PUBG) গেমটি সম্পর্কে শুনেছি তারা সকলেই জানি এটি যে বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় গেম। এই গেমটির জনপ্রিয়তা এতটাই বেশি যে কিছু কিছু দেশে এই গেমটি ব্যান করে দেওয়া হয়েছে। আজকে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি এই গেমটি সম্পূর্ণ বিনামুল্যে আপনার কম্পিউটার বা ল্যাপটপে খেলবেন।

এই গেমটি আপনি পিসি ভার্সনটিও খেলতে পারবেন কিন্তু সে ক্ষেত্রে আপনাকে $২৯.৯৯ গুনতে হবে। গেমটির মোবাইল ভার্সনের সবচেয়ে চমৎকার বিষয়টি হল যে, এই গেমটি আপনি কম বা বেশি যেকোনো কনফিগারেসনের কম্পিউটার না ল্যাপটপে খেলতে পারবেন।

এখানে আমি পাবজি গেমটি আপনার মোবাইলে, পিসি বা ল্যাপটপে ডাউনলোড, ইন্সটল ও খেলার পদ্ধতি গুলো ধাপে ধাপে দেখাবো।

সূচিপত্রঃ

০১ঃ কিভাবে আপনি পাবজি গেম অ্যানড্রয়েড মোবাইলে খেলবেন?

ধাপ ১ঃ

প্রথমে পাবজি গেম ডাউনলোড দিতে আপনার মোবাইলের প্লে-স্টোরে যান এবং সার্চ বার এ লেখুন “PUBG”

কিভাবে আপনি পাবজি গেম অ্যানড্রয়েড মোবাইলে খেলবেনঃ ধাপ-১

ধাপ ২ঃ

এখন প্রথমের “PUBG MOBILE” গেমটিতে ট্যাপ করুন।

কিভাবে আপনি পাবজি গেম অ্যানড্রয়েড মোবাইলে খেলবেনঃ ধাপ-২

ধাপ ০৩ঃ

এখন “Install” -এ ট্যাপ করুন।

কিভাবে আপনি পাবজি গেম অ্যানড্রয়েড মোবাইলে খেলবেনঃ ধাপ-৩  এখন কিছুক্ষনের মদ্ধেই গেমটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে ইন্সটল হয়ে যাবে।

০২ঃ কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন?

ধাপ #১ঃ

প্রথমেই এই লিঙ্ক থেকে পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর ডাউনলোড করে নিন: https://tgb.qq.com/en/games/pubg.html

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-১

ধাপ #২ঃ

এখন ওই ডাউনলোড করা ফাইলটি খুলুন এবং “Install” ক্লিক করুন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন ২

ডাউনলোড হতে একটু অপেক্ষা করুন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-২

ধাপ #৩ঃ

এখন “Start” ক্লিক করুন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-৩

এখন গেমটি সম্পূর্ণ ডাউনলোড হবে। সম্পূর্ণ ডাউনলোড হতে ৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভর করে।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-৩.১

এখন গেমটি লোড হবে।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-৩.২

ধাপ #৪ঃ

এখন আপনার কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী রেজুলেশন নির্বাচন করুন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-৪

ধাপ #৫ঃ

এখন রিস্টার্ট চাইলে “Restart” ক্লিক করুন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-৫

লোড হতে সময় নিতে পারে।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-৫.১

ধাপ #৬ঃ

“Agree” ক্লিক করুন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-৬

ধাপ #৭ঃ

এখন আপনি কিভাবে লগইন করতে চান সেতি নির্বাচন করুন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ ৭

লোদ হতে একটু সময় নিবে।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-৭.১

ধাপ #৮ঃ

এখন আপনার এলাকা নির্বাচন করুন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ ৮

ধাপ #৯ঃ

আপনার লিঙ্গ নির্বাচন করুন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-৯

ধাপ #১০ঃ

এখানে আপনার পছন্দ মত মুখ, গায়ের রং, চুল এবং চুলের রং নির্বাচন করুন। এবং “Enter Nickname” ক্লিক করুন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-১০

ধাপ #১১ঃ

এখানে আপনার পছন্দ মত নাম দিন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-১১

ধাপ #১২ঃ

“Create” ক্লিক করুন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-১২

ধাপ #১৩ঃ

এখান থেকে আপনার অভিজ্ঞতা অনুযায়ী যে কোন একটি নির্বাচন করুন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-১৩

ধাপ #১৪ঃ

আপনি গেমটি ম্যাপের কোন অংশে খেলতে চান সেটি নির্বাচন করুন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেন ধাপঃ- ১৪

ধাপ #১৫ঃ

“Start” ক্লিক করুনঃ

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-১৫

এখানে বাকি গেমার দের খুজতে একটু সময় নিতে পারে।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-১৫.১

গেমটি এখনি শুরু হবে।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-১৫.২

গেমটি শুরু হয়েছে। আপনি খেলা শুরু করে দিতে পারেন।

কিভাবে আপনি পাবজি গেম এর অফিশিয়াল ইমুলেটর টেনসেন্ট দিয়ে চালাবেনঃ ধাপ-১৫.৩

 

৩ঃ কিভাবে আপনি পাবজি গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে চালাবেন?

ধাপ #১ঃ

প্রথমে এই লিঙ্ক থেকে ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর ডাউনলোড করে নিন : Bluestacks

কিভাবে আপনি পাবজি গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে চালাবেনঃ ধাপ-১

ধাপ #২ঃ

ডাউনলোড করা ফাইল টি খুলুন।

কিভাবে আপনি পাবজি গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে চালাবেনঃ ধাপ-২

ধাপ #৩ঃ

এখন ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটরে আপনার জিমেইল আইডি দিয়ে গুগল প্লে স্টোর সেটআপ করুন।

কিভাবে আপনি পাবজি গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে চালাবেনঃ ধাপ-৩

ধাপ #৪ঃ

প্লে স্টোর থেকে পাবজি গেম ডাউনলোড করার জন্য “PUBG” সার্চ করুন।

কিভাবে আপনি পাবজি গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে চালাবেনঃ ধাপ-৪

ধাপ #৫ঃ

এখন “Install” ক্লিক করুন।

কিভাবে আপনি পাবজি গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে চালাবেনঃ ধাপ-৫

ধাপ #৬ঃ

এখন “All Apps” বা “My Applications” থেকে গেমটি চালু করুন।

কিভাবে আপনি পাবজি গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে চালাবেনঃ ধাপ-৬

ধাপ #৭ঃ

গেম চালু হয়ার পর মাউস এবং কীবোর্ডে বোতাম এর ফাংশন গুলো দেখে নিন।

কিভাবে আপনি পাবজি গেম  ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর দিয়ে চালাবেনঃ ধাপ-৭

এখন আপনি খেলা শুরু করতে পারবেন।

শেষ কথা

উপরে দেখানো ২ টি পদ্ধতির যেকোনো একটি ব্যবহার করে আপনার পিসি বা ল্যাপটপে খেলুন আপনার প্রিয় গেমটি। এছারাও দেখুন পাবজি গেম এর বিকল্প গেমগুলো

গ্রাহকদের নিয়মিত কিছু প্রশ্নের উত্তরঃ

প্রশ্নঃ পাবজি গেম কি?

উত্তরঃ পাবজি একটি প্লেয়ার বনাম প্লেয়ার এ্যাকশন গেম। দক্ষিণ কোরিয়ার ভিডিও গেম কোম্পানি দ্বারা নির্মিত এবং প্রকাশিত একটি অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল গেম যা প্লেয়ারআননোওন’স ব্যাটলগ্রাউন্ড বা পাবজি নামে পরিচিত। ১০০ জন খেলোয়াড়ের মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ করে টিকে থাকাই হচ্ছে পাবজি গেম এর মুল বিষয়, এবং শেষ পর্যন্ত যে টিকে থাকতে পারবে সেই বিজয়ী বলে গণ্য হয়ে থাকে।

প্রশ্নঃ পাবজি গেম কে আবিষ্কার করেছে?

উত্তরঃ

পরিচালক‎: ‎ব্রেন্ডন গ্রীন
নির্মাতা‎: ‎পিইউবিজি কর্পোরেশন
উৎপাদনকারী‎: ‎চ্যাং-হান কিম
ডিজাইনার‎: ‎ব্রেন্ডন গ্রীন

প্রশ্নঃ পাবজি গেম কত সালে আবিষ্কার হয়?

উত্তরঃ ২০১৭ সালের মার্চ মাসে পাবজি গেম আবিষ্কার হয়।

প্রশ্নঃ পাবজি গেম খেলার নিয়ম কি?

উত্তরঃ ফ্রি ফায়ার গেম যে নিয়মে খেলতে হয়, ঠিক একই নিয়মে পাবজি গেমেও একটি বিশাল যুদ্ধক্ষেত্রে প্রায় ১০০ জন খেলোয়াড়ের মধ্যে যুদ্ধ হয়। প্রথমে প্লেনের ফ্লাইটের রাস্তা, ম্যাচ ভেদে ম্যাপ অনুযায়ী নির্দিষ্ট একটি দ্বিপে বিমান থেকে প্যারাসুট এর মাধ্যমে অবতরণ করতে হয় এবং তারপর যানবাহন, অস্ত্র, বর্ম এবং অন্যান্য সরঞ্জাম খুঁজে বের করে শত্রু পক্ষের সাথে যুদ্ধ শুরু করতে হয়। প্রতিটি মুহূর্তে সাবধানতা অবলম্বনের মধ্য দিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে হয় শেষ পর্যন্ত টিকে থাকতে হয়। কয়েক মিনিট পর পর মানচিত্রের খেলার যোগ্য এলাকাটি একটি অনিয়মিত অবস্থানের দিকে সঙ্কুচিত হতে শুরু করে। এবং কোন খেলোয়াড় যদি সীমানার বাইরে চলে যায় তাহলে সে বাদ পড়ে যায়। মানচিত্র সঙ্কুচিত হওয়া হয়ে আশার পর একে নিরাপদ অঞ্চল বা সেইফ জোন বলা হয়, আর এই সেইফ জোনের পরিমান ধীরে ধীরে কমে আশায় প্লেয়ারদের মধ্যে সরাসরি জুদ্ধের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও হুমকিস্বরুপ এলাকা লাল রঙ এবং বোমা বিস্ফোরণের মাধ্যমে দেখা যায়। তবে এর আগে খেলোয়াড়দের সতর্ক করা হয়ে থাকে। এছাড়াও একটি প্লেন এর মাধ্যমে প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ফেলা হয়ে থাকে যা সব সময় পাওয়া যায়না।
প্রতি ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফর্মেন্স এর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করে।

প্রশ্নঃ পাবজি গেম এর বিকল্প কি?

উত্তরঃ পাবজি গেম এর বিকল্প হিসেবে কিছু গেম আপনি খেলতে পারেন যেমনঃ
১. ফর্টনাইট:
২. রুলস অফ সারভাইভাল:
৩. ব্ল্যাক সারভাইভাল:
৪. গারেনা ফ্রী ফায়ার
৫ঃ বুলেট স্ট্রাইকঃ ব্যাটেল গ্রাউন্ড

 

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

সর্বশেষ আপডেটঃ ০৭/১৪/২০২১

Visited 1 times, 1 visit(s) today
[mc4wp_form id=7429]