গেমিং জগতের শুরু থেকেই অন্যান্য গেমের পাশাপাশি গাড়ি গেম বা গাড়ি খেলা গেম মানুষের মনে অন্য রকম একটি জায়গা করে নিয়েছে। তবে এক্ষেত্রে মোবাইলে কার রেসিং গেম এর জনপ্রিয়তা অনেক বেশি। এসব গাড়ি গেম খেলা নিয়ে প্রতি বছরই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে, এবং প্রচুর খেলোয়াড় এসব খেলায় অংশগ্রহণ করে থাকে এই গাড়ি রেসিং গেমে।
গাড়ি খেলার গেম বা মোবাইল রেসিং এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় কিছু গেম রয়েছে যেগুলো গেমাররা অধিক পছন্দ করে থাকেন।
আজকে আমি আপনাদের জনপ্রিয় একটি গাড়ি গেম (Asphalt 9) দিয়ে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি এই গাড়ি গেম ডাউনলোড করবেন এবং খেলবেন আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে।
সূচিপত্রঃ
বর্তমানের জনপ্রিয় ৫ টি গাড়ি গেমঃ
গেমের নাম | সাইজ (Play Store) | রেটিং(Play Store) |
Asphalt 9 | 90MB | 4.5* |
Asphalt Xtreme | Varies with device | 4.1* |
Asphalt 8 | 80MB | 4.4* |
Asphalt nitro | 45MB | 4.3* |
Need for Speed™ No Limits | 57MB | 4.1* |
আজকে আমরা “Asphalt 9” গেমটি দিয়ে দেখাবো কিভাবে গাড়ি গেম ডাউনলোড দেবেন এবং খেলবেন আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে। এরপর বাকি সকল গাড়ি খেলার গেম একই পদ্ধতিতে ডাউনলোড করে নিতে পারবেন।
কিভাবে আপনি গাড়ি গেম অ্যান্ড্রয়েড মোবাইলে খেলবেন?
যেসব পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি গাড়ি খেলা ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইলেঃ
ধাপ ১ঃ
প্রথমে আপনার মোবাইল ফোনে গুগল প্লে স্টোর ওপেন করুন।
ধাপ ২ঃ
এবার প্লে স্টোরে সার্চ করুন “Asphalt 9” লিখে। অথবা এই লিঙ্ক-এর মাধ্যমে দেখতে পারেনঃ https://gg.gg/jgnn2
ধাপ ০৩ঃ
এরপরে ইন্সটল করে নিন এবং “Open”-এ ক্লিক করুন।
ধাপ ০৪ঃ
এবার গেমটি ওপেন হচ্ছে।
ধাপ ০৫ঃ
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন।
ধাপ ০৬ঃ
এবার গেমটি খুলে গেলে আপনার পছন্দমতো মোড নির্বাচন করুন।
ধাপ ০৭ঃ
এরপরে যেকোনো একটি ভ্যেনু পছন্দ করে শুরু করুন খেলা।
ধাপ ০৮ঃ
এরপর ক্লিক করুন “Next”-এ।
ধাপ ০৯ঃ
এরপর শুরু হয়ে গেলো গাড়ি গেম খেলা।
উপরে দেখানো পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি গাড়ি গেম অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করতে এবং খেলতে পারবেন।
কিভাবে আপনি গাড়ি গেম ল্যাপটপ বা কম্পিউটারে খেলবেন?
যেসব পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি গাড়ি খেলা ডাউনলোড করতে পারবেন ল্যাপটপ বা কম্পিউটারেঃ
ধাপ ১ঃ
প্রথমে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের “Microsoft Store”-এ যান এবং সার্চ করুন “Asphalt 9 Legends” লিখে, এবং গেমটিতে ক্লিক করুন। অথবা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেনঃ https://gg.gg/jgogt
ধাপ ২ঃ
এরপরে “Get” বাটনটিতে ক্লিক করুন।
ধাপ ০৩ঃ
এবার শুরু হয়ে গেলো “Asphalt 9” গাড়ি গেম ডাউনলোড।
ধাপ ০৪ঃ
এবার “Play”-তে ক্লিক করুন। তারপর ওপেন হবে গেমটি।
ধাপ ০৫ঃ
এবার ওপেন হচ্ছে গাড়ি গেমটি (Asphalt 9)।
ধাপ ০৬ঃ
কিছুক্ষণ অপেক্ষা করুন, কমবেশি একটু সময় লাগতে পারে আপনার ডিভাইস অনুযায়ী।
ধাপ ০৭ঃ
এবার পছন্দমতো এবং কম্পিউটার অনুযায়ী গ্রাফিক্স নির্বাচন করে নিন।
ধাপ ০৮ঃ
এবার নিজের পছন্দমতো গেমিং মোড নির্বাচন করে নিন।
ধাপ ০৯ঃ
এবার “Next”-এ ক্লিক করে শুরু করুন খেলা।
ধাপ ১০ঃ
এবার শুরু হয়ে গেলো গাড়ি গেম খেলা আপনার ল্যাপটপ বা কম্পিউটারে।
শেষ কথা
উপরে দেখানো পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে কার রেসিং বা গাড়ি গেম (Asphalt 9) ডাউনলোড করতে এবং খেলতে পারবেন। এছাড়াও পূর্বে আমরা আরো কিছু গেমস খেলার পদ্ধতি দেখিয়েছি। এক নজরে দেখে নিতে পারেন কিভাবে গেমগুলি ডাউনলোড করবেন এবং খেলবেন।