অনলাইনে আয়আউটসোর্সিংডিজিটাল মার্কেটিংপেশাফ্রিল্যান্সিংমার্কেটিংসোশ্যাল মিডিয়া মার্কেটিং

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়?

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকের কর্তৃপক্ষ মেটা- এর তথ্যমতে বিশ্বজুড়ে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৯৬ কোটি। বিশাল এই প্ল্যাটফর্মটি বর্তমানে শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং অর্থ উপার্জনের অন্যতম ক্ষেত্র। তাই অনেকেই জানতে চায় ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়।

ফেসবুক আমাদের জন্য সহজলভ্য এবং বর্তমানে বেশিরভাগ মানুষ নিজের অবসর সময়ের একটি বড় অংশ পার করেন ফেসবুকের মাধ্যমে। কিন্তু সময় নষ্ট না করে ভিন্নভাবে যোগাযোগ মাধ্যম টিকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন অনেকেই। ফেসবুকে টাকা আয় করার অনেক উপায় রয়েছে । তাই ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় সে সম্পর্কিত সকল উপায় এবং কিভাবে উপার্জন করবেন তা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা।

সূচিপত্রঃ

ফেসবুকে টাকা আয় করার উপায়

ফেসবুকের বিশাল ব্যবহারকারী জনসমুদ্র অর্থ উপার্জনের একটি বড় মাধ্যম। ফেসবুকে প্রতিমাসে প্রায় ১৬.৮ বিলিয়ন ভিজিট হয়। এই ভিজিটরকে কাজে লাগানো যায় ব্যবসার মূলধন হিসেবে। ব্যক্তিগত উন্নয়ন, ব্যবসার প্রসার, সামাজিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারে ফেসবুক ভিজিটরই সবচেয়ে বড় হাতিয়ার।

পণ্য বিক্রি, প্রত্যক্ষ সেবা বিক্রি, গুগল এডসেন্স, ফ্রিল্যান্সিং, ফেসবুক পেজ, ফেসবুক রিল, ফেসবুক ভিডিও, ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং ইত্যাদি বিভিন্ন উপায়ে এবং ঘরে বসে ফেসবুকে রিমোট জব (Remote Job) করে ফেসবুকে টাকা আয় করা যায়। তবে এসকল উপায়ে ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় সে সম্পর্কেই বিস্তারিত ধারণা অর্জন করতে হবে।

ফেসবুক পেজ থেকে ইনকাম

বর্তমানে ফেসবুক ব্যবহারকারীদের সবচেয়ে পছন্দের উপার্জনের মাধ্যম ফেসবুক পেজ থেকে ইনকাম। ফেসবুক পেজ তৈরি করা তুলনামূলকভাবে সহজ এবং নিজের পছন্দমত ক্যাটাগরির কন্টেন্ট তৈরি করে ইনকাম করা যায়। ফুড রিভিউ, নিউজ পোর্টাল, ট্র্যাভেল পেজ কিংবা ট্রেন্ডি কোনো ট্রল পেজসহ বিভিন্ন ধরনের ফেসবুক পেজ বেশি উপযোগী।

ফেসবুক পেজে মূলত ফেসবুক এড ব্রেকস (Facebook ad breaks) এর মাধ্যমে উপার্জন হয়। ফেসবুক পেজে আপলোড করা ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করলে ভিজিটর সে বিজ্ঞাপন দেখলে এবং তাতে ক্লিক করলে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাওয়া যায়। এড ব্রেকস (Facebook ad breaks) এর মনিটাইজেশন পেতে নিম্নোক্ত শর্তাবলী পূরণ করতে হয়-

  • নিজস্ব একটি ফেসবুক পেজ থাকা।
  • ফেসবুক পেজে ১০,০০০ লাইক বা ফলোয়ার্স থাকতে হবে।
  • পেজের সকল ভিডিও মিলে মোট ৩০ হাজার ভিউস হতে হবে। 
  • ফেসবুকে আপলোড করা কন্টেন্ট, ভিডিও, ইমেজ গুলো কপিরাইট মুক্ত এবং ফেসবুক পলিসি মেনে হতে হবে। এবং ভিডিওগুলো কমপক্ষে ৩ মিনিটের হতে হবে।

খেয়াল রাখবেন ভিডিওর দৈর্ঘ্য ৩ মিনিটের কম হলে তা ফেসবুক এড ব্রেকস এর জন্য যোগ্য হবে না। ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় তা জেনে শর্তাবলী পূরণের পর মনিটাইজেশন আবেদন ও এপ্রুভ হলে প্রতিটি ভিডিও থেকে এড ব্রেকস এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

ফেসবুক রিল থেকে টাকা আয়

ফেসবুক ব্যবহারকারী আমরা সকলেই জানি ফেসবুকে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে যা ফেসবুক রিল (Facebook Reels) নামে পরিচিত। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানান- বর্তমানে ১৫০ টি দেশে ফেসবুক রিল ফিচার চালু হয়েছে। নতুন এই ফিচার থেকে ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় তা আমাদের অজানা।

সম্প্রতি বিভিন্ন শর্ট ভিডিও প্ল্যাটফর্ম, যেমন- টিকটক, রাইটিং, ইউটিউব শর্টস ভিজিটরদের আকৃষ্ট করায় ফেসবুক তাদের ভিজিটর বাড়ানোর জন্য এই ফিচারটি যুক্ত করে।

ফেসবুক থেকে ইনকাম করার জন্য নিম্নোক্তভাবে ভিডিও আপলোড করতে হবে-

  • প্রতিটি ভিডিও ফেসবুকে নীতিমালা মেনে, কপিরাইট মুক্ত ও নন-এডাল্ট (Non-adult) তৈরি করতে হবে।
  • ফেসবুক রিলের ভিডিওগুলো সাধারণত ২০ থেকে ৩০ সেকেন্ড দীর্ঘ হবে।
  • নিয়মিত শিক্ষনীয়, ট্রেন্ডিং ও মানসম্মত ভিডিও আপলোড করতে হবে।
  • ভিডিও রিচ বাড়ানোর জন্য ভিজিটররা যখন সবচেয়ে বেশি ফেসবুকে একটিভ থাকে তখন ভিডিও আপলোড করতে হবে। ( সকাল ১০-১২ টা, বিকেল ও রাতে)
  • আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে হোয়াটস অন ইউর মাইন্ড (What’s on your mind) অপশন থেকে রিল (Reel) সিলেক্ট করে মোবাইলে পূর্বেই সংরক্ষণ করে রাখা ভিডিও আপলোড করতে হবে।

ফেসবুকের প্রতিষ্ঠাতা কোম্পানি ‘মেটা (Meta)’- তাদের অফিসিয়াল ওয়েব সাইটে ঘোষণা করেন ফেসবুক রিল ভিডিও তৈরিকারীদের অর্থ প্রদান করা হবে। মূলত রিল ভিডিওর নিচের অংশে স্টিকার এড ব্যবহারের মাধ্যমে ইনকাম হয়। যেসব ক্রিয়েটরের ভিডিও ১০,০০০ এর বেশি ভিউ পাবে তারাই স্টিকার এবং ব্যবহার করতে পারবে। 

ভিডিও আপলোড করে ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় 

ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা আয় করাও মূলত ফেসবুক পেইজের মাধ্যমে টাকা আয়। বর্তমানে দেশের বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ব্লগ, নিউজ, লাইভ খেলা ইত্যাদি আপলোড করে বড় অংকের অর্থ উপার্জন করছে। তবে ফেসবুকের মেইন প্রোফাইলের মাধ্যমে ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করা যায়না। তার জন্য-

  •  অবশ্যই একটি ফেসবুক পেজ তৈরি করে নিতে হবে।
  • উপার্জনের জন্য উপরে উল্লেখিত ফেসবুক পেজ থেকে ইনকামের শর্তাবলী গুলো পূরণ করতে হবে।

অন্যদিকে, আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে একই সাথে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার তৈরি করা একটি কন্টেন্ট থেকেই ইনকাম করতে পারবেন। বর্তমানে অসংখ্য মানুষ অন্যের কপিরাইট ফ্রি ভিডিও নিজের পেজে আপলোড করেও ইনকাম করছে।

ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে ফেসবুকে টাকা আয়

ফেসবুক ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো ব্যক্তিগত পরিচিতিকে কাজে লাগিয়ে কোন পণ্য বা প্রতিষ্ঠানের মার্কেটিং করা। এক্ষেত্রে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয়। সাধারণত ইন্সুরেন্সের মার্কেটিং এর জন্য বিখ্যাত সেলিব্রেটিদের বাছাই করা হয়। তবে বেশি ফলোয়ার যুক্ত একটি পেজ বা গ্রুপ প্রয়োজন হবে। অভিজ্ঞতা থেকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় তা জানতে পারবেন।

ইনফ্লুয়েন্সারদের চারটি পর্যায়ে ভাগ করা হয়। যথা-

  • ন্যানো ইনফ্লুয়েন্সার- ফলোয়ার ১০,০০০ এর নিচে হলে।
  • মাইক্রো ইনফ্লুয়েন্সার- ফলোয়ার ১০ হাজার থেকে ১ লক্ষ হলে।
  • ম্যাক্রো ইনফ্লুয়েন্সার- ফলোয়ার ১ লক্ষ থেকে ১০ লক্ষ হলে।
  • মেগা ইনফ্লুয়েন্সার- ফলোয়ার ১০ লক্ষ এর বেশি হলে।

ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে ফেসবুকে টাকা আয় করতে-

  • একটি ভালো ফ্যান পেজ তৈরি করতে হবে। 
  • আপনার ফলোয়ারদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন।
  • বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান, মোবাইল অ্যাপস ইত্যাদি তাদের প্রোডাক্ট বা সেবা নিয়ে প্রচার-প্রচারণা করতে চায়, সে সকল বিজ্ঞাপন দাতাদের সাথে আপনার ফলোয়ারের পরিমাণ উল্লেখ করে মার্কেটিং এর জন্য আবেদন করতে হবে।
  • অবশ্যই ফলোয়ারদের জন্য উপকারী বিষয়বস্তুর মার্কেটিং করতে হবে।
  • ধীরে ধীরে ইনকামের পরিমাণ, কাজের অফার এবং ফলোয়ার বাড়তে থাকবে।

আপনি একজন ন্যানো ইনফ্লুয়েন্সার হয়েও বিভিন্ন পণ্য বা কোম্পানির প্রমোশনাল ভিডিও – কনটেন্টে যুক্ত করে উপার্জন করতে পারবেন।

ফেসবুকের মাধ্যমে নিজের ওয়েবসাইট প্রমোট করে আয়

আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে তার প্রচার ও প্রসারের জন্য ফেসবুক অপরিহার্য। বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইটে প্রতিষ্ঠাতা ওয়েবসাইটের নামানুসারে একই নামে ফেসবুক পেজ/গ্রুপ/একাউন্ট প্রোফাইল তৈরি করে থাকে। 

অনেকে ওয়েবসাইটে পাবলিশ করা ব্লগ বা কন্টেন্ট এর লিঙ্ক ফেসবুকের বিশাল ভিজিটর সমুদ্রের মাঝে শেয়ার করে অধিক ভিজিটর পেয়ে থাকে। এছাড়াও ফেসবুকের বিভিন্ন বড় বড় গ্রুপে নিজেদের ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইনকাম করা যায়। 

এজন্য আপনার প্রয়োজন হবে-

  • একটি ওয়েবসাইট;
  • বেশ কয়েকটি মানসম্মত কন্টেন্ট;
  • গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ;
  • একটি ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ।

এটি একটি সাধারণ প্রক্রিয়া। তবে ব্লগিং সম্পর্কে বিস্তারিত ধারণা থাকলে অনেক বেশি উপার্জন করা যায়।

ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে টাকা আয়

পূর্বে ফেসবুকে কোন ওয়েব কন্টেন্ট এর লিংক শেয়ার করলে তাতে অডিয়েন্স ক্লিক করলে ব্রাউজারে নতুন একটি ট্যাব ওপেন হয়ে সেই কন্টেন্ট করতে পারত। কিন্তু বর্তমানে ওয়েবসাইটে পাবলিশ করা কন্টেন্টগুলো ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলে যুক্ত হলে সরাসরি ফেসবুকে দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে ওয়েবসাইটের মতই একইভাবে ইনকাম হতে থাকে।

ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় তা অনেকেরই অজানা। ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল ফিচার যুক্ত করার জন্য-

  • প্রথমেই একটি ফেসবুক পেজ ও ওয়েবসাইট তৈরি করুন
  • https://instantarticles.fb.com এই লিংকে ভিজিট করে ওয়েবসাইট ও ফেসবুক পেজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • ফেসবুক পেজ এবং ওয়েবসাইট অবশ্যই ফেসবুক পলিসি মেনে পরিচালিত হতে হবে। 
  • ইনস্ট্যান্ট আর্টিকেলের রেজিস্ট্রেশন এপ্রুভ হলে ওয়েবসাইটের কনটেন্ট ফেসবুক ভিজিটরদের কাছেও পৌঁছাতে থাকবে।

ফেসবুক গ্রুপ তৈরি করে টাকা আয়

গ্রুপ তৈরি করে ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় তা অনেকেরই জানা। ফেসবুক গ্রুপ একটি টু-ওয়ে কমিউনিকেশন (Two Way Communication) সিস্টেম, এখানে অডিয়েন্সরাও মত বিনিময়ের সুযোগ পায়। যার ফলে ফেসবুক পেজ থেকে অডিয়েন্সরা গ্রুপে বেশি এক্টিভ থাকে। ফেসবুকে একটি সু-প্রসারিত গ্রুপ তৈরি করতে পারলে ভালো উপার্জনের উপায় রয়েছে। যেমন-

  1. নিজের উৎপাদিত পণ্য বিক্রয় করে।
  2. এফিলিয়েট মার্কেটিং করে।
  3. প্রোডাক্ট এডভারটাইজিং করে।
  4. গ্রুপের সদস্যদের মাঝে প্রমোশনাল সার্ভিস শেয়ার করে ইত্যাদি।

ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করার জন্য-

  • প্রথমেই একটি ফেসবুক গ্রুপ তৈরি করুন।
  • বেশি বেশি ফ্রেন্ড ইনভাইট করুন।
  • গ্রুপটিকে সচল রাখার জন্য নিয়মিত আকর্ষণীয় পোস্ট করুন, যা ফলোয়ারদের জন্য শিক্ষনীয় ও বিনোদনমূলক।
  • বিভিন্ন অ্যাফিলিয়েট সাইটের সাথে যুক্ত হয়ে চাহিদা সম্পন্ন প্রোডাক্টের ছবি ও ডেস্ক্রিপশন দিয়ে গ্রুপে পোস্ট করুন।
  • সেবা ও প্রোডাক্ট সম্পর্কে কমেন্ট কারীদের দ্রুত উত্তর দিতে চেষ্টা করুন। বিক্রির সময় অবশ্যই সঠিক তথ্য দিন।

পুরাতন ও বড় ফেসবুক গ্রুপ বিক্রি করতে চাইলেও উচ্চমূল্য পাবেন।

ফেসবুকে এফিলিয়েট মার্কেটিং করে টাকা আয়

এফিলিয়েট মার্কেটিং হলো কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের পন্য বা সেবা নিজ প্রচারণার মাধ্যমে বিক্রি করে তার একটি কমিশন বা লভ্যাংশ থেকে আয় করা। বর্তমানে এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য অন্যতম বড় প্লাটফর্ম ফেসবুক। বিশ্বের বিখ্যাত ই-কমার্স কোম্পানি, যেমন-

  • অ্যামাজন (Amazon)
  • আলিবাবা (Alibaba)
  • ইবে (eBay)
  • ফ্লিপকার্ট (Flipkart)
  • ওয়ালমার্ট (Walmart)
  • টার্গেট (Target)
  • শেয়ার এ সেল (Shareasale)

এবং বাংলাদেশের কিছু সেরা ই-কমার্স সাইট, যেমন-

  • দারাজ (Daraz)
  • শপআপ বিডি (Shopup BD)
  • রকমারি (Rokomari)
  • বাগডুম (Bagdoom)

প্রথমেই, 

  • এসকল কোম্পানির ওয়েবসাইটে এফিলিয়েট মার্কেটার হিসেবে যুক্ত হতে হবে।
  • আপনার ফেসবুক একাউন্ট, গ্রুপ বা পেজে একটি নির্দিষ্ট ক্যাটাগরির পণ্যের প্রচার করুন।
  • পণ্য বা সেবার ছবি, লিংক ও ডেসক্রিপশন সহ পোস্ট করুন।
  • নির্দিষ্ট সময়ের পর পর সেই অ্যাফিলিয়েট ওয়েবসাইট থেকে আপনার বিক্রয় থেকে প্রাপ্ত কমিশন এর পেমেন্ট নিতে পারবেন।

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় সে সম্পর্কিত জ্ঞানার্জন করে, পণ্য ফেসবুকে প্রমোট করে মাসে লক্ষ টাকাও ইনকাম করা যায়।

ফেসবুকে কন্টেন্ট ও কোর্স বিক্রি করে টাকা আয়

ফেসবুক নিজের তৈরি করা কন্টেক্ট ও কোর্স বিক্রির সবচেয়ে উপযুক্ত প্লাটফর্ম। বিশ্বের বিভিন্ন প্রান্তের কন্টেন্ট রাইটিং সার্ভিস প্রদানকারী এবং অনলাইন ও অফলাইন কোর্স বিক্রিকারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব ফেসবুক পেজ/ গ্রুপ বা অন্যান্য বড় গ্রুপে প্রচার করে। ই-শিখন, টেন মিনিট স্কুল ইত্যাদি প্রতিষ্ঠানের কোর্সের অ্যাডভার্টাইজ আমরা ফেসবুকে দেখে থাকি।

তার জন্য প্রথমেই,

  • নিজের ফেসবুক পেজে ভালো মানের কন্টেন্ট পাবলিশ করতে হবে এবং তা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। 
  • নিশ অনুযায়ী মানসম্মত কন্টেন্ট পেতে ব্লগ/ওয়েবসাইটের পরিচালকগণ সেই কন্টেন্ট উচ্চমূল্যে ক্রয় করবে। 
  • অন্যদিকে, আপনার অভিজ্ঞতা অনুযায়ী ফ্রিল্যান্সিং সম্পর্কিত, স্পোকেন ইংলিশ বা অন্যান্য কোর্স তৈরি করুন।
  • কোর্সের উপকারিতা উল্লেখ করে তা ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে বেশি বেশি শেয়ার করুন।

কোর্স বিক্রির ক্ষেত্রে লাইফটাইম সাপোর্ট প্রদানের অঙ্গীকার করলে বেশি ক্রেতা পাবেন।

ফ্রিল্যান্সারদের জন্য ফেসবুকে টাকা আয় করার উপায়

বর্তমান যুব সমাজের সবচেয়ে বড় আকর্ষণ ফ্রিল্যান্সিং করা। কিন্তু প্রাথমিক অবস্থায় দক্ষতা থাকলেও কোন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে (Freelancing Marketplace) কাজ পাওয়া সম্ভব হয় না। বিশ্বব্যাপী বিভিন্ন বায়ার কোম্পানি (Buyer Company) বা আউটসোর্সার (Outsourcer) তাদের বিভিন্ন প্রজেক্টের জন্য ফেসবুকে ফ্রিল্যান্সার খুঁজে থাকেন। 

আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার, কন্টেন্ট রাইটার, এসইও এক্সপার্ট ইত্যাদি হতে পারেন। সেক্ষেত্রে আপনার যোগ্যতা ও কাজের পোর্টফলিও সহ বিভিন্ন গ্রুপে ফেসবুক পোস্ট করে অথবা বায়ারদের কাজের বিজ্ঞপ্তিতে আবেদন করে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন।

এছাড়াও মার্কেটপ্লেসে কাজ করতে চাইলে, প্রথমে ফেসবুকে একজন বায়ার (Buyer) পাওয়া অনেক কার্যকর প্রভাব ফেলতে পারে। এই আউটসোর্সারের মাধ্যমে আপনার বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, যেমন- ফাইভার (Fiverr), আপওয়ার্ক (Upwork)- প্রথম পেমেন্ট নিতে পারবেন। বলা হয়ে থাকে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রথম কাজ সম্পন্ন হলে পরবর্তী কাজ পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়।

ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হয়ে ফেসবুকে টাকা আয়

ব্যবসায়ে টিকে থাকার জন্য বেশিরভাগ প্রতিষ্ঠানই বর্তমানে ডিজিটালমুখী হয়ে পড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং ম্যানেজার পদের জন্য চাকরিজীবী খোঁজেন। এ ধরনের কাজ পেতে হলে-

  • প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
  • ফেসবুক নিউজফিডে চাকরির বিজ্ঞপ্তি প্রদানকারী গ্রুপ ও পেজ ফলো করুন।
  • চাকরির অফার পেলে আপনার সঠিক যোগ্যতা ও দক্ষতা উল্লেখ করে একটি মানসম্মত বায়োডাটা (Biodata) সংযুক্ত করে আবেদন করুন।
  • পূর্ববর্তী কাজ দেখে চাকরির জন্য বাছাই করা হলে প্রতিষ্ঠান থেকে আপনার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। 

গ্রুপে এডমিন ও মডারেটর জব করে ফেসবুকে টাকা আয়

ফেসবুকের বড় গ্রুপগুলো পরিচালনার জন্য এডমিন ও মডারেটর নিয়োগ দেওয়া হয়। সে সকল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদন করতে পারেন। এই কাজের দায়িত্ব সমূহ হলো-

  • গ্রুপটিকে সচল রাখতে নিয়মিত পোস্ট করা।
  • বেশি বেশি গ্রুপ মেম্বার বাড়ানোর চেষ্টা করা।
  • গ্রুপের নির্দিষ্ট কোন প্রোডাক্ট থাকলে তার মার্কেটিং করা।
  • ফলোয়ার ইনটেন্ট বা গ্রুপ মেম্বারদের চাহিদা সম্পর্কে সচেতন থাকা।
  • গ্রুপের পলিসি ফোরাম কোন মেম্বার দ্বারা ভঙ্গ হচ্ছে কিনা খেয়াল রাখা ইত্যাদি।

এ সকল গ্রুপে জব করে নিজেই একজন উদ্যোক্তা হয়ে ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় তাও শিখতে পারবে। 

ফেসবুকের মাধ্যমে ক্যারিয়ার গড়ার উপায়

একজন দক্ষ/অদক্ষ, অভিজ্ঞ/নতুন, চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা বেকার যে কেউই ফেসবুকের মাধ্যমে ক্যারিয়ার গড়তে পারবে। বর্তমান যুব সমাজের অধিকাংশই তাদের জীবনের অনেকটা মূল্যবান সময় ব্যয় করে ফেসবুক নিউজফিডে। কিন্তু একই প্লাটফর্ম থেকে বিভিন্ন উপায়ে লক্ষ লক্ষ টাকা আয় করছেন অনেকেই।

ফেসবুকে আয়ের উপায় রয়েছে অনেক। সময়ের মূল্য দিয়ে, ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় তা জেনে, যেকোনো একটি কাজে দক্ষতা অর্জনের মাধ্যমে ফেসবুকে কর্মজীবন শুরু করতে পারেন। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল মার্কেটারদের অনেকেই ফেসবুকের মাধ্যমে তাদের ক্যারিয়ার গড়ে তুলেছেন।

শেষকথা

পৃথিবীতে প্রায় প্রতিটি জিনিসেরই ভালো ও মন্দ দিক রয়েছে। ফেসবুক যেমন আমাদের মূল্যবান সময় অপচয়ের মাধ্যম তেমনি অধিক পরিমাণ আয়েরও উপায়। তাই ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় সে সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে আপনিও ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে পারেন।

অনবরত জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ফেসবুক পেজ তৈরি করবো কিভাবে?

ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনার ফেসবুক একাউন্টে লগইন করে উপরের ডান পাশের থ্রি লাইন মেন্যুতে ক্লিক করুন। পেজেস (Pages) অপশনে গিয়ে ক্রিয়েট (Create) বাটনে ক্লিক করুন। তারপর ধারাবাহিকভাবে, গেট স্টার্টেড (Get Started) >> পেজের নাম (Page name) >> ক্যাটাগরি সিলেক্ট (Category) >> পেজ সেটিংস ও তথ্য প্রদান (Page Settings and information) >> পেজ প্রোফাইল কাস্টমাইজ (Page profile customize) করে একটি পেইজ খুলে নিতে পারেন।

একটি ফেসবুক গ্রুপ খুলবো কিভাবে?

আপনার ফেসবুক অ্যাকাউন্টের হোম পেজ এর ডান পাশের থ্রি লাইন মেন্যুতে ক্লিক করুন। এবার গ্রুপ (Group) অপশনে গিয়ে প্লাস (+) অপশনে ক্লিক করে, ক্রিয়েট গ্রুপ (Create Group) ক্লিক করুন। তারপর গ্রুপের নাম এবং প্রাইভেসি (Name and Privacy) সিলেক্ট করুন। নতুন গ্রুপে ফ্রেন্ড ইনভাইট করে, কভার ফটো যুক্ত করে একটি ডেসক্রিপশন লিখুন এবং গ্রুপের লক্ষ নির্বাচন করে একটি পোস্ট করুন। এভাবে একটি ফেসবুক গ্রুপ খুলতে পারবেন।

এডসেন্স থেকে ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়?

ফেসবুকে মূলত ফেসবুক এড ব্রেকস (Facebook ad breaks) এর মাধ্যমে উপার্জন করা যায়। এছাড়াও বিভিন্ন কোম্পানির স্পন্সর করা এড ব্যবহার করে টাকা আয় করা যায়।

ফেসবুক একাউন্ট বিক্রি করে টাকা আয় করা যায় কি?

ফেসবুক অ্যাকাউন্ট একটি সহজলভ্য বস্তু হলেও বর্তমানে পুরাতন এবং অধিক ফলোয়ার যুক্ত ফেসবুক অ্যাকাউন্ট উচ্চমূল্যে বিক্রি করা যায়। এমনকি, ফাইভার (Fiverr), আপওয়ার্ক (Upwork) এর মত মার্কেটপ্লেস গুলোতেও ফেসবুক একাউন্ট বিক্রি ও ক্রয় করা যায়।

রিলেটেড আর্টিকেল গুলো

Back to top button